East Bengal FC: বিনো জর্জের ডেপুটি হিসেবে এবার লাল-হলুদে অর্চিষ্মান

264
Archisman Biswas

এবারের আইএসএলে ৯ নম্বরে থেকে নিজেদের অভিযান শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। যা নিয়ে হতাশ আপামর সমর্থকরা। তাই এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু করতে মরিয়া সকলে। দলকে পুরোনো মহিমায় ফেরানোই একমাত্র লক্ষ্য সকলের।

তবে শুধু আইএসএল নয়, কলকাতা লিগে রিজার্ভ দল নামিয়ে ও প্রায় নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল ক্লাব কর্তাদের। তাই সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার নতুন করে দুটি দলকে ঢেলে সাজাতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেইমতো অর্চিষ্মান বিশ্বাসকে সাইন করিয়ে চমক দিল লাল-হলুদ শিবির।

কলকাতা লিগের মতো টুর্নামেন্টে গুলিতে দলের হারানো ছন্দ ফেরাতে ও আগের মতো করে দলকে মেলে ধরতে কোচ বিনো জর্জের ডেপুটি হিসেবে অর্চিষ্মান বিশ্বাস কে নিয়োগ করল মশাল ব্রিগেড। উল্লেখ্য, গত বছর কলকাতা লিগে ভবানীপুরের কাছে লজ্জাজনক ভাবে ২-০ গোলে পরাজিত হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। সেইসাথে কলকাতা লিগ জয়ের স্বপ্ন ও শেষ হয়ে গিয়েছিল শতবর্ষ অতিক্রান্ত হওয়া এই ক্লাবের। যা নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয় বিনো জর্জকে। তাই এবার সমস্ত কিছু মাথায় রেখেই যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এগোতে চায় লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব।

উল্লেখ্য, দিনকয়েক আগেই এফসির ‘এ’ লাইসেন্স পাশ করেছেন অর্চিষ্মান। তারপর থেকেই নিয়মিত তার সাথে যোগাযোগ রাখতে থাকে ইস্টবেঙ্গল ক্লাব। অবশেষে আজ নিজেদের সঙ্গে তাঁকে যুক্ত করল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।