এবারের এই ফুটবল মরশুমে প্রবল দাপট থেকেছে কলকাতা ময়দানের তিন প্রধানের। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস হোক কিংবা মহামেডান স্পোর্টিং ক্লাব, খেতাব এসেছে তিন ক্লাবেই। যা নিয়ে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। যার মধ্যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এবার নতুন মরশুমে অংশ নেবে এএফসির টুর্নামেন্টে। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।
একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করে দল বদলের বাজারে চমক দেওয়ার পথে দুই প্রধান। গত কয়েকদিন আগেই শোনা গিয়েছে, অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাক্লারেনের কথা। মনে করা হচ্ছে, মেলবোর্ন সিটি ছেড়ে নতুন মরশুমে মোহনবাগান সুপারজায়ান্টস দলের সঙ্গে যুক্ত হতে পারেন এই দাপুটে ফুটবলার।
Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে হ্যাটট্রিক, মোহনবাগান ম্যাচে ৬ গোল
যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করবে মেরিনার্সদের। তবে পিছিয়ে নেই ইমামি ইস্টবেঙ্গল। ফরাসি ফুটবলার মাদিহ তালালের পাশাপাশি আরও বেশকিছু দাপুটে বিদেশিকে দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়, দেশীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্যে অবিচল লাল-হলুদ থেকে সবুজ-মেরুন। সেই মতো একাধিক ভারতীয় ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। যার মধ্যে সব থেকে বেশি উঠে আসছে আপুইয়ার (Apuia) নাম।
বর্তমানে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই দাপুটে ফুটবলার। দলের জার্সি জিতেছেন এবারের ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু নতুন মরশুমে নাকি মুম্বাইতে থাকতে খুব একটা রাজি নন এই তারকা। স্বাভাবিকভাবেই তাকে দলে নিতে ঝাঁপায় একাধিক ফুটবল ক্লাব।
Transfer Market: আইএসএল ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জল্পনা বাড়াল তারকা ফুটবলার
একটা সময় এই সেন্ট্রাল মিডফিল্ডারকে দলে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল সকলের থেকে এগিয়ে থাকলেও বর্তমানে তাকে দলে টানতে মরিয়া পড়শী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস। বলতে গেলে, তাকে পেতে এবার দলবদলের বাজারে ও যেন লেগেছে ডার্বির আঁচ। যতদূর জানা গিয়েছে, তাকে দলে নিতে হলে প্রায় দুই কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হতে পারে দলকে। সেক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দুই শিবির। কিন্তু শেষ পর্যন্ত আদৌ কারা ছিনিয়ে নিতে পারে এই ফুটবলারকে, সেটাই দেখার বিষয়।
Transfer Rumours: দল বদলের বাজার গরম করছেন অবনমন হওয়া ক্লাবের মিডফিল্ডার
উল্লেখ্য, বছর কয়েক আগে গোলরক্ষক বিশাল কাইথকে উইশ লিস্টের প্রথমে রেখেছিল ইস্টবেঙ্গল শিবির। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। এখনো পর্যন্ত মেরিনার্সদের অন্যতম ভরসার হাত তিনি। এবারো ও কি দেখা যাবে মোহন ম্যাজিক? উত্তরের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।