Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

গত এএফসি কাপের ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিপক্ষে গুরুতর চোট পেয়ে মাটিতেই পড়ে গিয়েছিলেন তারকা ডিফেন্ডার আনোয়ার আলী (Anwar Ali)। পরবর্তীতে খোড়াতে…

Anwar Ali

গত এএফসি কাপের ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিপক্ষে গুরুতর চোট পেয়ে মাটিতেই পড়ে গিয়েছিলেন তারকা ডিফেন্ডার আনোয়ার আলী (Anwar Ali)। পরবর্তীতে খোড়াতে দেখা যায় হয় তাকে। প্রাথমিকভাবে মাঠে তার চিকিৎসা করার পর ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হয় এই ফুটবলারকে। শেষ পর্যন্ত দলের সহকর্মীদের সাহায্যে স্টেডিয়াম ছেড়ে গাড়িতে ওঠেন আনোয়ার। তার এই পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়ে যায় গোটা ম্যানেজমেন্ট। কয়েকদিন পর তার সেই চোটের স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট অনুযায়ী বেশ কয়েক মাসের জন্য ছিটকে যেতে হয়েছিল সবুজ-মেরুনের এই ডিফেন্ডারকে।

শোনা গিয়েছিল, আবার সবুজ-মেরুন জার্সিতে পুরোনো ছন্দে ধরা দিতে প্রায় জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতীয় দলের অন্যতম এই ডিফেন্ডারকে। যা নিয়ে হতাশ ছিল সকলেই। আসলে ম্যাচ যত এগিয়েছে ততোই তার অভাব টের পেয়েছে মোহনবাগান। হ্যামিল থেকে শুরু করে হেক্টর ইউৎসে কিংবা শুভাশিস বসুরা দলে থাকলেও বাগান দূর্গের ভাঙন রক্ষা করা সম্ভব হয়নি কারুর পক্ষে।

   

এএফসি কাপের যে স্বপ্ন দেখতে শুরু করেছিল সকলে তা শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। এবার ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ দলের কাছে। এসবের মাঝেই শেষ ম্যাচে দুর্বল হায়দরাবাদ দলের বিপক্ষে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে এসবের মাঝেই এবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনা যাচ্ছে ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে।

Advertisements

বিশেষ সূত্র মারফত খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই নাকি মোহনবাগান ব্রিগেডে যোগ দিতে চলেছেন আনোয়ার। হ্যাঁ ঠিকই শুনেছেন। পরবর্তীতে নাকি বাগান কোচ হুয়ান ফেরেন্দোর নির্দেশ মেনে রিহ্যাব সারবেন এই ডিফেন্ডার। তবে পুরোটাই এখনো সময় সাপেক্ষ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News