কাফা নেশনস কাপে (CAFA Nations Cup) এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারত (India)। গ্রুপ ‘বি’ থেকে এক জয়, এক ড্র ও এক পরাজয়ের মাধ্যমে ভারত তাজিকিস্তানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। যার ফলে তারা ৮ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে, ভারতীয় সময় বিকেল ৫:৩০টায়। যদিও এই ম্যাচকে এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup 2027) যোগ্যতা অর্জনের প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছেন আনোয়ার আলি (Anwar Ali)।
দুই তারকা ছাড়াই শক্তিশালী ভারত! ইরফানের একাদশে সুযোগ পেলেন কারা?
ভারতের বর্তমান ফিফা র্যাঙ্কিং ১৩৩ হলেও, প্রতিপক্ষ ওমান রয়েছে ৭৯ নম্বরে। তাই এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা ভারতের জন্য শুধু তৃতীয় স্থানের লড়াই নয়, বরং এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচও বটে। কারণ সামনেই ভারতের অপেক্ষায় রয়েছে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্ব (AFC Asian Cup 2027 Qualifier)। প্রতিপক্ষের সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, হোম এবং অ্যাওয়ে।
কাফার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগে ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali) বলেন, “আমার মনে হয় এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের প্রস্তুতি নেওয়ার জন্য এটি আমাদের কাছে একটি ভাল সুযোগ। আন্তর্জাতিক ম্যাচ সবসময়ই আলাদা গুরুত্ব রাখে। যত বেশি এমন ম্যাচে খেলব, তত বেশি আত্মবিশ্বাস আসবে। সোমবার আমরা আমাদের সেরাটা দেব এবং তৃতীয় স্থান অর্জনের চেষ্টা করব।”
আনোয়ারের মন্তব্যে স্পষ্ট, তিনি এই সুযোগকে হালকাভাবে নিচ্ছেন না। বরং প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে নিজের উন্নতির সম্ভাবনা দেখছেন তিনি। বিশেষ করে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এখন আনোয়ারের কাঁধেই রক্ষণের দায়িত্ব অনেকটাই বেশি।
“মুম্বইচা রাজা, রোহিত…!” ভাইরাল ভিডিয়োতে কি ঘটল? দেখুন
গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। রক্ষণভাগে তার দৃঢ়তা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা হয়েছে সর্বত্র। সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হন তিনি। আনোয়ার সংযোজন করেন, “সন্দেশ ভাইয়ের চোট আমাদের জন্য বড় ধাক্কা। তবে ফুটবলে এমনটা হতেই পারে। আমরা চাই উনি দ্রুত সুস্থ হয়ে ফিরুন। ততদিন আমাদের বাকিদের দায়িত্ব নিতে হবে এবং নিজের সর্বোচ্চটা দিতে হবে।”
নতুন অধিনায়ক পেল ভারত! শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল BCCI
তিনি আরও যোগ করেন, “গত ম্যাচে আমাদের দলীয় পারফরম্যান্সই ছিল মূল শক্তি। আমি শুধু আমার দায়িত্বটা পালন করেছি। তবে সত্যি বলতে, এই ধরণের ম্যাচে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলের সাফল্যই বড়।”
Anwar Ali said CAFA Nations Cup third-place match a good preparation opportunity to India ahead qualify for the AFC Asian Cup 2027