আনোয়ারকে অনুশীলনে আসার নির্দেশ দিল মোহনবাগান? জানুন

আনোয়ার আলি (Anwar Ali)। গত কয়েক মাসে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট চর্চিত একটি নাম। শেষ মরসুমে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই ফুটবলার।…

Anwar Ali controversy

আনোয়ার আলি (Anwar Ali)। গত কয়েক মাসে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট চর্চিত একটি নাম। শেষ মরসুমে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই ফুটবলার। দলের সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু নয়া মরসুমে তিনি যোগদান করেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাবে। তারপর থেকেই ক্রমশ জটিল হতে থাকে পরিস্থিতি। একদিকে যেমন আনোয়ারকে ফিরিয়ে আনার লড়াই করতে থাকে মোহনবাগান অন্যদিকে এই ফুটবলারকে লাল-হলুদ জার্সিতে মাঠে নামাতে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল।

   

পরবর্তীতে গোটা বিষয়টি চলে আসে প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায়। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত কয়েকদিন আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই বিশেষ কমিটি। সেই অনুযায়ী চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল জাতীয় দলের এই ফুটবলারকে। পাশাপাশি ট্রান্সফার ব্যান সহ বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। বৃহস্পতিবার পিএসসির সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয় লাল-হলুদ ব্রিগেড।

পাল্টা সক্রিয়তা দেখায় মোহনবাগান। গোটা বিষয়টি উল্লেখ করে ইস্টবেঙ্গলের কঠোরতম শাস্তির দাবিতে এএফসি সহ এআইএফএফকে চিঠি প্রদান করে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে লাল-হলুদের অ্যাপিল অনুযায়ী আদালতে আনোয়ার ইস্যুর শুনানির দিনক্ষণ ধার্য করা হয়েছিল আজ। যেখানে অতি সহজেই প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফে জারি করা এনওসির উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সঞ্জীব নারুলা। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ইস্টবেঙ্গলের কাছে।

পাশাপাশি নির্বাসনের প্রসঙ্গ গুলি লিখিত আকারে উল্লেখ করা হয়েছে কিনা সেটিও ফেডারেশনের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। তবে কোনও সদুত্তর মেলেনি। এই পরিস্থিতিতে কীভাবে আনোয়ারকে কেন্দ্র করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল পিএসসি সেই নিয়ে ও প্রশ্ন তোলে আদালত। পাশাপাশি প্লেয়ার স্ট্যাটাস কমিটির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইস্টবেঙ্গল যে পাল্টা আবেদন করতে পারে সেই কথাও বলা ছিলনা কোথাও। তবে এক্ষেত্রে ফেডারেশনের আইনজীবী জানান এআইএফএফ এর নিয়ম অনুযায়ী দিন দশেকের মধ্যেই আবেদন করার কথা। তবে সেটিকে খুব একটা আমোল দেয়নি আদালত।

পরিবর্তে দেশের সংবিধানের নিয়ম মেনে এগোনোর কথাই উঠে আসে আদালতের তরফে। নির্দেশ অনুযায়ী আগামী শনিবার জাতীয় দলের এই ফুটবলারের আবেদনকে নতুন করে শোনার কথা বলা হয়েছে পিএসসিকে। কিন্তু এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, দিল্লি হাইকোর্টের তরফে আনোয়ারের ‘এনওসি’ বাতিল করার দরুণ আনোয়ার আলিকে নিজেদের ফুটবলার হিসেবে দাবি করছে মোহনবাগান। এই পরিস্থিতিতে আনোয়ারকে নাকি অনুশীলনে যোগদানের জন্য ইমেল করতে চলেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।