Anwar Ali: তাহলে কী সুপার কাপ খেলছেন আনোয়ার? জানুন

Anwar Ali

এবছর এএফসি কাপের গ্ৰুপ‌ পর্বের ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস এর বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পান আনোয়ারা আলি (Anwar Ali)। যার দরুন ছিটকে যেতে হয়েছিল লুধিয়ানার এই ফুটবলারকে। যা দেখে কপালে ভাঁজ পরে গিয়েছিল সকলের। প্রথমদিকে চোটের গভীরতা নিয়ে তেমন কিছু না জানা গেলেও পরবর্তীতে রিপোর্ট আসতেই বিরাট বড় ধাক্কা লাগে বাগান শিবিরে।

Advertisements

সময় যতো এগিয়েছে তার অভাব প্রত্যেক ম্যাচেই বুঝতে পেরেছে মোহনবাগান। গতবছর এএফসি কাপের মতো টুর্নামেন্টে ইন্টারজোনাল সেমিফাইনালে উঠলেও এ বছর ব্যাপক শক্তিশালী টিম নিয়েও কার্যত ধরাশায়ী হয়ে যায় ময়দানে এই প্রধান। ছিঁটকে যেতে হয় গ্রুপ পর্ব থেকে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক।

একেবারে দম বন্ধ হয়ে ওঠার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এসবের মধ্যে থেকেই এবার ঘুরে দাঁড়াতে চাইছে মোহনবাগান। তাদের মিশন সুপার কাপ। তবে গত কয়েকদিন আগেই বদল করা হয়েছে দলের কোচ। গতবারের আইএসএল কোচ হুয়ান ফেরেন্দোকে বিদায় জানিয়ে এবার দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন হাইপ্রোফাইল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাতে। বলতে গেলে তার তত্ত্বাবধানেই এবার সুপার কাপ খেলবে সবুজ- মেরুন। সেই মতো আজ কিছুঘন্টা আগেই ওডিশায় গিয়ে পৌঁছেছে মোহনবাগান দল। এক্ষেত্রে দলের অন্যান্য ফুটবলারদের পাশাপাশি নিয়ে যাওয়া হয়েছে আনোয়ার আলিকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। গতবছর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল এই দাপুটে ডিফেন্ডারকে।

Advertisements

তারপর ধীরে ধীরে সুস্থ করেছেন নিজেকে। গত পরশুদিন ফিরেছেন শহরে। সবুজ-মেরুন জার্সিতে অনুশীলনে নেমে পড়েছেন গতকাল থেকেই। তবে এবার সুপার কাপে দলের সফর সঙ্গী হলেন আনোয়ার। পূর্বে শোনা গিয়েছিল, আনোয়ার আলি হয়তো শহরে থেকেই রিহ্যাব সারবেন। তবে এবার দলের সঙ্গে ওডিশা উড়ে গিয়েছেন তিনি। তবে আদৌ এই দাপুটে ডিফেন্ডার কে দলে রাখা হবে কিনা তা এখনো চূড়ান্ত নয়। যতদূর জানা গিয়েছে, আইএসএল এর আগে দলের সঙ্গে মানিয়ে নিতে যাতে অসুবিধা না হয় তাই অনুশীলনের জন্যই নাকি ওডিশা উড়িয়ে নিয়ে গিয়েছে বাগান ব্রিগেড।