Anwar Ali: আনোয়ার গোটা দেশের, অভিনবভাবে তাঁর যোগদান ইস্টবেঙ্গলে

Anwar Ali East Bengal

বর্তমানে ভারতীয় ফুটবলে অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। গত কয়েক বছর ধরে যথেষ্ট দক্ষতার সাথে রক্ষণভাগ সামাল দিয়ে আসছেন তিনি। বলতে গেলে জাতীয় দলের সাফল্যের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই ফুটবলারের। পাশাপাশি ক্লাব ফুটবলে ও আনোয়ারের পারফরম্যান্স মন জয় করেছে ফুটবলপ্রেমীদের।

গত মরসুমের শুরুতে দিল্লি এফসির থেকে তাঁকে লোন ডিলে দলে এনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেখানে ও অনবদ্য পারফরম্যান্স করেন আনোয়ার। দলকে আইএসএলের শিল্ড জেতানোর ক্ষেত্রে স্প্যানিশ তারকা হেক্টর ইউস্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ডিফেন্ডারের।

   

বর্তমানে নয়া সিজনে দুজনেই যুক্ত হয়েছেন ইমামি ইস্টবেঙ্গল দলে। যারফলে আবারো দেখা যাবে সেই পুরনো জুটি। কিছুদিন আগেই হেক্টরের যোগদানের কথা ঘোষণা করেছিল লাল-হলুদ ব্রিগেড। তারপর সময় এগোনোর সাথে সাথেই বেড়েছে আনোয়ারের যোগদানের সম্ভাবনা। অবশেষে মঙ্গলবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকে একটি ভিডিওর মাধ্যমে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ময়দানের এই প্রধান।

যেখানে প্রথমেই দেখা যায় সৌজাত্য হোমের কিছু বাচ্চা ছেলে বসে ছবি আঁকছে। দেশের পতাকা সহ তাঁরা একেছে বল পায়ে ইস্টবেঙ্গলের ৪ নম্বর জার্সিধারী এক ফুটবলার‌। সেখানকার ছেলেদের দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা বলে দেশের কথা, দেশকে ভালোবাসার কথা। এরপরেই সেই হোমে লাল-হলুদ জার্সিতে ঢুকতে দেখা যায় আনোয়ার আলিকে। ছোট্ট ছেলেদের সাথে বেশকিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় তাঁকে।

পরবর্তীতে জাতীয় পতাকা জড়িয়ে একটি মাঠে আসতে দেখা যায়‌ আনোয়ারকে। তারপর স্ত্রিনে ভেসে ওঠে ‘আমাগো আনোয়ার’, ‘ইন্ডিয়াস আনোয়ার।’ স্বাধীনতা দিবসের আগে এমন ভিডিও রীতিমতো মন জয় করেছে ইস্টবেঙ্গল সমর্থকদের। যেখানে তুলে ধরা হয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের।

শুধুমাত্র নিজের বা নিজেদের ফুটবল ক্লাব নয়, গোটা দেশের সাফল্য হিসেবে দেখানো হয়েছে আনোয়ার আলিকে‌। গতবছর চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড় হিসেবে পরিচিত হলেও নয়া সিজনে দেশের এই অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। যা নিয়ে খুশি সকলেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন