১৮ তারিখের ডার্বি খেলবেন আনোয়ার? জানুন সম্ভাবনা কতটা

আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে নয়া মোড়। ইতিমধ্যে তিনি নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন বলে সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। এটাও মনে করা…

Anwar Ali

আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে নয়া মোড়। ইতিমধ্যে তিনি নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন বলে সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। এটাও মনে করা হচ্ছে রবিবার রাতে আনোয়ার চলে আসতে পারেন কলকাতায়। একা নয়, আনোয়ার কলকাতায় আসতে পারেন রঞ্জিত বাজাজের সঙ্গে। অর্থাৎ ডুরান্ড কাপে আসন্ন ডার্বির আগেই শহরে চলে আসতে পারেন কলকাতায়। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি বড় ম্যাচে দেখা যেতে পারে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডারকে?

   

প্রাক্তন ফুটবলারদের নিয়ে ম্যাচ লাল-হলুদের ঘরের মাঠে, কবে ?

রিপোর্ট অনুযায়ী, আনোয়ার আলি পেয়ে গিয়েছেন নো অবজেকশন সার্টিফিকেট। মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে আনোয়ারের সামনে অন্য ক্লাবে যাওয়ার পথ এখন অনেকটাই সুগম। এক্ষেত্রে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, মাসখানেক আগে ইস্টবেঙ্গলের প্রাথমিক চুক্তিতে তিনি সই করেছিলেন। কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে সবুজ সংকেত না দেওয়ার ফলে আনোয়ার ইস্যুতে বেড়েছিল জটিলতা। এনওসি পেয়ে যাওয়ার ফলে তাঁর ইস্টবেঙ্গলে পাকাপাকিভাবে সই করার সম্ভাবনা প্রবল।

ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়েছে আনোয়ার আলিকে। যার ফলে তিনি এখন ফিরে গিয়েছেন নিজের ‘মাদার ক্লাব’ দিল্লি এফসিতে। এখন তিনি অন্য যে ক্লাবে সই করতে পারবেন। এখানেও রয়েছে জটিলতা।

Advertisements

এখনও অধরা শীর্ষ তিন, জর্জকে ওড়াতে মরিয়া বাগান ব্রিগেড

আনোয়ার কি ডুরান্ড ডার্বি খেলতে পারবেন?

আনোয়ার আলিকে দলে নেওয়ার ক্ষেত্রে এখনও ঝুঁকি রয়ে যাচ্ছে। আগামী ২২ অগস্ট বিকেলে পরবর্তী শুনানি। চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত আনোয়ার আলিকে দলে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ট্রান্সফার ব্যান বা আর্থিক ক্ষতিপূরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। এমনকি আনোয়ারও শাস্তির মুখে পড়তে পারেন। রবিবার রাতে আনোয়ার ও রঞ্জিত কলকাতায় চলে আসার পরেই কি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হবে? ডার্বির আগেও আপাতত আনোয়ার ইস্যু পারদ বাড়িয়েছে ময়দানে।