HomeSports NewsMohun Bagan: অবশেষে দলের অনুশীলনে এলেন হাবাস, স্বস্তি বাগান শিবিরে

Mohun Bagan: অবশেষে দলের অনুশীলনে এলেন হাবাস, স্বস্তি বাগান শিবিরে

- Advertisement -

আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই মোহনবাগান (Mohun Bagan) দলের দায়িত্ব সামাল দিচ্ছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।  তারপর থেকেই যথেষ্ট বদল আসতে শুরু করে দলের পারফরম্যান্সে। একটা সময় টুর্নামেন্টের প্রথম লেগে টানা তিন ম্যাচ পরাজিত হয়ে ব্যাপফুটে চলে গিয়েছিল দল। বলতে গেলে খাদের কিনারা থেকে দলকে তুলে আনতে সক্ষম হন এই‌ স্প্যানিশ বস।

দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে বাগান ব্রিগেড। তারপর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় পেয়ে ফের আগের ফর্মে আসে মোহনবাগান। বলতে গেলে টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে বাগান শিবিরকে তুলে আনার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই কোচের।

   

তবে নিজের শারিরীক সমস্যার দরুন গত কয়েক ম্যাচে দলের অনুশীলনে অনুপস্থিত থেকেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা দলের কাছে। সহকারি কোচ ম্যানুয়েল ক্যাসকালানা খেলোয়াড়দের সঙ্গে থাকলেও হেড স্যারের অভাব যথেষ্ট দেখা গিয়েছে খেলোয়ারদের মধ্যে।

যারফলে, নিজেদের ঘরের মাঠে তাদের পরাজিত হতে হয়েছিল দুর্বল চেন্নাইন এফসির কাছে। কিন্তু পরবর্তীতে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে কান্তিরাভার বুকে বড় ব্যবধানে পরাজিত করে শুভাশিসরা। যারফলে, এবারের এই ফুটবল টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে গিয়েছে মোহনবাগান। সামনে এবার শক্তিশালী মুম্বাই সিটি এফসি।

এই ম্যাচ জিততে পারলেই শিল্ড নিশ্চিত হয়ে যাবে মোহনবাগানের। তার আগেই সুখবর বাগান শিবিরে। আজ থেকেই দলের অনুশীলনে ফিরে আসলেন স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাস। গত কয়েকদিন ধরে তার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসেছিল আপামর মোহন জনতা। অবশেষে সুস্থ হয়ে ফিরলেন তিনি। যালফলে, আগামী ১৫ ই এপ্রিল মুম্বাই ম্যাচে দলের ডাগ আউটে অনেকটাই নিশ্চিত আইএসএল জয়ী এই কোচ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular