যে কোনও দলের সাফল্যের অন্যতম প্রধান কান্ডারি হেড কোচ। ২০২৩-২৪ মরসুমে একাধিক কোচের স্ট্র্যাটেজি নজর কেড়েছিল। মরসুমের সেরা কোচ বেছে নেওয়ার সুযোগ রয়েছে দর্শকদের কাছে। দৌড়ে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।
কোচের বডি ল্যাঙ্গুয়েজ, পেপটক থেকে শুরু করে ম্যাচ পর্যবেক্ষণ, ‘আউট অফ দ্য বক্স’ চিন্তা করা, পরিকল্পনার সাহায্যে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল ঠিক করতে হয় একজন কোচকেই। মাঠের বাইরেও থাকে কোচের প্রভাব। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া, অনুশীলন ইত্যাদি ঠিক রাখার অন্যতম কারিগর দলের হেড কোচের।
CFL আসন্ন, কিবু ভিকুনা এবারেও থাকছেন
ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ হয়ে উঠেছিল রোমাঞ্চকর। মরসুমের মাঝপথে কোচ বদলের মতো ঘটনার সাক্ষী থেকেছে আইএসএল-এর একাধিক ক্লাব। আইএসএল কাপ জয়ী মানোলো মার্কেজ, অভিজ্ঞ ইভান ভুকোমানোভিচ, সের্জিও লোবেরা, কার্লেস কুয়াদ্রাত এবং ওয়েন কয়েলের মতো প্রাক্তন শিরোপা জয়ী কোচেরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। অ্যান্টোনিও লোপেজ হাবাসের কথা ভুললে চলবে। সমর্থকদের বিচারে তিনিও হতে পারেন মরসুমের সেরা কোচ।
The Tactical Geniuses! 🧠
Vote for your favourite Head Coach here: https://t.co/fnlfzP5ud7 #ISL #ISL10 #LetsFootball #ISLFansTOTS | @Sports18 @2014_manel pic.twitter.com/TzPWVfcx18
— Indian Super League (@IndSuperLeague) June 3, 2024
হাবাস লিগের অন্যতম সফল কোচ। ২০২৩-২৪ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে জিতেছেন লিগ শিল্ড। মরসুমের মাঝামাঝি সময় হুয়ান ফেরান্দোকে বিদায় জানিয়েছিল মোহনবাগান। অবুজ মেরুন নৌকার পরিস্থিতি যখন টালমাটাল তখন ৬৬ বছর বয়সী অভিজ্ঞ স্প্যানিয়ার্ড বদলে দিয়েছিলেন দলের পারফরম্যান্স। হাবাস আসার পর সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছিল দল।
CFL: অমিত টুডুকে দেখে ফুটবলে আসা, পিয়ারলেসের হয়ে খেলবেন মার্শাল
হাবাসের নেতৃত্বে মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে পৌঁছেছিল। যদিও শেষ পর্যন্ত তারা মুম্বই সিটি এফসি কাছে ৩-১ স্কোরলাইনে হেরে হাতছাড়া করে ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি।