East Bengal: কবে শহরে আসতে পারেন লাল-হলুদের নতুন বিদেশী?

পূর্বের সমস্ত হতাশা ভুলে নিজেদের হারানো ছন্দ ফেরানোই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal)। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট।…

Iago Falque Silva

পূর্বের সমস্ত হতাশা ভুলে নিজেদের হারানো ছন্দ ফেরানোই অন্যতম লক্ষ্য ছিল লাল-হলুদের (East Bengal)। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্প্যানিশ বছর উপরেই ভরসা রেখেছিল ইস্টবেঙ্গল ।

তার কথামতোই দলে আনা হয় সাউল ক্রেসপো থেকে শুরু করে বোরহা হেরেরা, জাভিয়ের সিভেরিও টোরোর মত ফুটবলারদের। বলতে গেলে এই ফুটবলারদের নিয়েই ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল কলকাতা ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত ট্রফি ঘরে না এলেও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুশি থেকেছে সকলেই।এই পারফরম্যান্স নিয়ে আইএসএল শুরু করার ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছিল লাল-হলুদকে।

   

পরবর্তী ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে জয় আসলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। এরপর টানা তিন ম্যাচে একের পর এক পরাজয়। যা দেখতে একেবারেই অভ্যস্ত লাল-হলুদ সমর্থকেরা। তবে নর্থইস্ট ম্যাচ থেকে ফের ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। কিন্তু পরবর্তী ম্যাচের জয় না আসলেও মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে ওডিশার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে আসে ছেলেরা। তবে দলের বেশকিছু ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশিনন কোচ। বিশেষ করে অ্যান্তোনিও পার্দো ও ফরোয়ার্ড জাভিয়ের সিভেরিও টোরোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। ক্লেটন সিলভা নিজের জাত চেনানোর ক্ষেত্রে অপেক্ষাকৃত সফল হলেও অনেকটাই অফ কালার থেকেছেন সিভেরিও টোরো।

তবে চলতি সুপার কাপে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া ইস্টবেঙ্গল। তবে সিভেরিওর বিকল্প হিসেবে আরেক স্প্যানিশ ফরোয়ার্ডকে চূড়ান্ত করে ফেলে ইস্টবেঙ্গল। তিনি ইয়াগো ফালকে সিলভা। শেষ মরশুম চোট আঘাতের সমস্যার দরুন খুব একটা ভালো না গেলেও বল পায়ে তিনি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন তা ভালো মতোই জানেন সকলে। অতীতে তিনি খেলেছেন একাধিক জনপ্রিয় ফুটবল ক্লাবে। তাই সবদিক বিচার বিবেচনা করেই তাকে দলে টানে ইস্টবেঙ্গল।

অন্যদিকে, সব ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতেই ফের চালু হয়ে যেতে পারে আইএসএল। সেক্ষেত্রে প্রশ্ন উঠে আসতে শুরু করে যে আদৌ কবে ভারতে আসবেন এই স্প্যানিশ তারকা। যতদূর খবর, নতুন সপ্তাহের শেষের দিকেই হয়ত ভারতে পা রাখবেন ফালকে। তবে তা এখনো অব্দি চূড়ান্ত না হলেও কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।