আইএসএলে কবে একে অপরের মুখোমুখি হবে শহরের তিন প্রধান?

অবশেষে রবিবার সন্ধ্যায় প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী মাসের ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে নতুন মরসুম। যেখানে…

Anticipated ISL 2024 Showdowns

অবশেষে রবিবার সন্ধ্যায় প্রকাশিত হল ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী মাসের ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে নতুন মরসুম। যেখানে প্রথম ম্যাচেই নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। উল্লেখ্য, গত বছর টুর্নামেন্টের দুইটি ফাইনাল খেলেছিল এই দুই হেভিওয়েট দল। যেখানে মুম্বাই সিটিকে হারিয়ে লিগ শিল্ড জয় করেছিল মোহনবাগান।

   

ট্রফি জিতে সেই হারের বদলা নিয়েছিল মুম্বাই। কিন্তু এই নতুন সিজনে কবে একে অপরের মুখোমুখি হবে তিন প্রধান? আইএসএলের সূচি অনুসারে আগামী ৫ই অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। বলতে গেলে এটাই এবারের মরসুমের প্রথম ডার্বি। গত বছর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই প্রথম আইএসএলে অংশগ্রহণ করবে সাদা-কালো ব্রিগেড।

সেক্ষেত্রে টুর্নামেন্টের বাকি দল গুলির পাশাপাশি এই প্রতিবেশী ক্লাবের বিপক্ষে জয় ছিনিয়ে আনাই অন্যতম চ্যালেঞ্জ ব্ল্যাক প্যান্থার্সদের কাছে। তারপর আগামী ১৯ শে অক্টোবর সল্টলেকের বুকেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। হিসাব অনুযায়ী দেখলে এখনও পর্যন্ত আইএসএলে সবুজ-মেরুনের বিপক্ষে জয় পায়নি ইস্টবেঙ্গল।

তাই ডুরান্ড কাপের হতাশা ভুলে এবার আইএসএলে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করার মরিয়া চেষ্টা থাকবে কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। এরপর আগামী ৯ ই নভেম্বর সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে লড়াই করতে নামবে লাল-হলুদ ব্রিগেড। পড়শী ক্লাব মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলকে পরাজিত করে সকলকে চমক দেওয়ার পরিকল্পনা থাকবে আন্দ্রে চেরনিশভের মহামেডান দলের।