কলকাতা ময়দানে এক সময় সাড়া জাগানো ফুটবলার। সেই আনসুমানা ক্রোমা (Ansumana Kromah) অসুস্থ। জানা গিয়েছে, ক্রোমা বেনস্ট্রোকে আক্রান্ত। ভর্তি রয়েছেন হাসপাতালে। শয্যাশায়ী।
মোহনবাগানে Dimitrios Diamantakos! ‘উইকি’ বলছে তাই
মোহনবাগান, ইস্টবেঙ্গল- কলকাতার দুই বড় ক্লাবেই খেলেছিলেন লাইবেরিয়ার ফুটবলার আনসুমানা ক্রোমা। কলকাতার দুই প্রধান ছাড়াও ভারতের বহু ক্লাবের হয়ে খেলেছেন বিদেশি। পিয়ারলেস, ভবানীপুর, টালিগঞ্জ অগ্রগামীর মতো ক্লাবে খেলেছেন। আই লিগে খেলেছেন বেশ কিছু ম্যাচ। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স, আইজল এফসি, নেরোকার হয়ে খেলেছেন। আই লিগের সম্প্রতিতম সংস্করণে খেলেছিলেন নেরোকার হয়ে। দেশের উত্তর পূর্ব ভারতের দলটির হয়ে খেলেছেন বেশ কিছু গোল।
কিন্তু ক্লাব ফুটবলে আগের সেই জমানা নেই। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর থেকে আই লিগের জৌলুস কমেছে। বাজেট কমেছে আই লিগের ক্লাবগুলোর। রাজ্যের টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম এখন নেই। ফলত উপার্জনের পথ বলতে খেপ খেলা।
As per reports in the media, former Mohun Bagan and East Bengal player Ansumana Kromah has suffered a brain stroke and is currently in ICU.
Feels bad to learn such a thing just after waking up. Wish him a speedy recovery. Get well soon Kromah! pic.twitter.com/F1EPIGPuy8
— Sattyik Sarkar (@sattyikspeaks) July 12, 2024
IND vs SL: গম্ভীর বনাম জয়সূর্য, সূচি ঘোষণা করল বিসিসিআই
শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্রোমা ভর্তি রয়েছেন রাজারহাটের হাসপাতালে। পাশে রয়েছেন প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। অসুস্থ স্বামীর পাশে রয়েছেন তাঁর স্ত্রী পূজা। ক্রোমার বেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর সবার কাছেই অপ্রত্যাশিত। আনসুমানা ক্রোমার সুস্থতার জন্য প্রার্থনা করছে গোটা ফুটবল মহল।