মহামেডানের পর CFL-এর আরও একটা টিম দিল ৬ গোল

   বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে (CFL) ছিল একাধিক ম্যাচ। প্রতি ম্যাচেই হল গোল। একটি ম্যাচে ৬ গোল। স্কোরলাইন ৬-০। মহামেডান স্পোর্টিং ক্লাবের পর চলতি কলকাতা…

CFL_Barrackpore Stadium
  

বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে (CFL) ছিল একাধিক ম্যাচ। প্রতি ম্যাচেই হল গোল। একটি ম্যাচে ৬ গোল। স্কোরলাইন ৬-০। মহামেডান স্পোর্টিং ক্লাবের পর চলতি কলকাতা ফুটবল লিগের আরও একটি ম্যাচে তিন ডজন গোল।

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এর প্রথম ম্যাচেই হয়েছিল গোলের বন্যা। উয়াড়িকে ছয় গোলের মালা পড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার তিন ডজন গোল দিল এরিয়ান। আর্মি রেডের বিরুদ্ধে ম্যাচে গোলের পর গোল করল কলকাতা ময়দানের ঐতিহ্যবাহী এই ক্লাব।

   

বিরতির আগে পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল এরিয়ান। বিরতির পর হয়েছে আরও চারটি গোল। এই ম্যাচে জোড়া গোল করেছেন বিশ্বজিৎ মুর্মু। ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে গোল পেয়ে গিয়েছিলেন। এরপর ৩৫ মিনিটে এরিয়ানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভ হাঁসদা। বিশ্বজিৎ নিজের দ্বিতীয় গোলটি করেন ৫২ মিনিটে। এরিয়ানের হয়ে বাকি তিনটি গোল করেছেন বিক্রম খান, বাপি বর্মন ও রাজু ওঁরাও।

ম্যাচের শুরু থেকেই পিছিয়ে ছিল আর্মি রেড। দশজন ফুটবলার নিয়ে মাঠে নেমেছিল দল। এমনকি ছিলেন না কোনও ফিজিও। ম্যাচ চলার সময় চোট আঘাত সমস্যা দেখা দিলে ছুটে যাচ্ছিলেন এরিয়ান দলের ফিজিও। যার ফলে এই ম্যাচ হয়েছিল ১১ জন বনাম ১০ জনের মধ্যে। আর্মি রেড পাল্টা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।

ধারাভাষ্যকরের দেওয়া বিবরণ অনুযায়ী, অন্য একটি ম্যাচের জন্য খেলতে গিয়েছিল আর্মি রেড। ফলত কলকাতা ফুটবল লিগের এই ম্যাচের জন্য মাঠে নামাতে পারেনি পুরো দল। টিমকে ট্রাভেল করতে হয়েছে অনেকটা। যার কারণে খেলোয়াড়রাও ছিলেন কিছুটা হতদ্যম।