এটিকে মোহনবাগানের নজরে আরেক অস্ট্রেলিয়ার বিশ্বকাপার

Jamie MACLAREN

জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই এটিকে মোহনবাগান (Mohun Bagan) ইতিমধ্যে একজন বিদেশি ফুটবলার কে দলে নেওয়ার ব‍্যাপারটা নিশ্চিত করে ফেলেছেন।তিনি সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ।সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের শুরুর দিকে প্রাক্টিসে নামবেন এই বিদেশি ফুটবলার।

আইএসএলের নয় নম্বর সংস্করণ শুরুর আগে এটিকে মোহনবাগানের তরফে জানানো হয়েছিল দলে বিরাট মাপের কিছু ফুটবলার আনা হবে। বিষয়টাকে কেন্দ্র করে সকল সবুজ মেরুন সমর্থকদের মধ্যে প্রত‍্যাশার পারদ চড়েছিলো অন‍্যমাত্রায়। অবশ্য কথা রেখেছিলো এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়ে।কিন্তু পোগবা নিজেকে মেলে ধরতে ব‍্যর্থ ।

   

ইতিমধ্যে সবুজ মেরুন শিবির ছেড়েছেন ফ্লোরেন্টিন পোগবা। শোনা যাচ্ছে তার বদলে উচ্চমানের এক বিদেশি ফুটবলার কে দলে নিতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। স্লাভকোর পারিশ্রমিক বিরাট কিছু না হওয়ায় একজন উচ্চমানের বিদেশি স্ট্রাইকার কে তুলে আনতে বদ্ধপরিকর এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

বিশ্বমানের স্ট্রাইকার আনতে এটিকে মোহনবাগানের নজরে আছে অস্ট্রেলিয়ায়। তাদের প্রাথমিক পছন্দের তালিকায় আছেন সদ‍্য কাতার বিশ্বকাপ খেলা দুই অসি বিশ্বকাপার।তাদের মধ্যে ডিউকের নাম আমরা জেনেছি ইতিমধ্যে।

আরেকজন যে অস্ট্রেলিয়ার সেন্টার ফরোয়ার্ডের ফুটবলারের নাম শোনা যাচ্ছে তিনি জিমি ম‍্যাকলান (Jamie MACLAREN)। বর্তমানে তার মার্কেট ভ‍্যালু সাড়ে চোদ্দো কোটি টাকার কাছাকাছি।টাকার অঙ্কের পরিমাণ বড়ো হলেও, সবুজ মেরুন ব্রিগেড ফুটবলারদের গুনগত মানের উপর জোর দিচ্ছেন, তাই তারা এই পরিমাণ অর্ধ খরচ করতেই পারে বলে মনে করছেন অনেকেই।

সদ‍্য কাতার বিশ্বকাপ খেলেছে ম‍্যাকলান। বর্তমানে খেলেন এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে।২০২২-২৩ মরসুমে সংশ্লিষ্ট ক্লাবের হয়ে সাত ম‍্যাচে নয় গোল করেছেন।বর্তমান ক্লাবের সাথে ৩০ শে জুন,২০২৪ সাল অবধি চুক্তি আছে তার।এর আগে সাংবাদিক সম্মেলনে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন তিনি দলে এমন একজন ফুটবলার কে আনবেন,যিনি স্ট্রাইকার ছাড়াও যেকোনো অ্যাটাকিং পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।সবুজ মেরুন কোচের বক্তব্যের সাথে এই অসি তারকা ফুটবলারের প্রোফাইল ম‍্যাচ করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন