Anirudh Thapa: সবুজ-মেরুন নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ থাপা, কী বলছেন তিনি?

Anirudh Thapa Mohun Bagan

নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে জেসন কামিন্স থেকে শুরু করে আর্মান্দো সাদিকু ও হেক্টর ইউৎসের মতো ফুটবলারদের দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে শুধু বিদেশি ফুটবলাররাই নয় পাশাপাশি দেশীয় ব্রিগেডকে ও যথেষ্ট শক্তিশালী করে তুলেছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ভারতীয় দলের একের পর এক দাপুটে তারকাকে দলে টেনেছে কলকাতার এই প্রধান।

যার মধ্যে ডিফেন্ডার আনোয়ার আলি থেকে শুরু করে দলে রয়েছে সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা। যা নিঃসন্দেহে শক্তি জোগাবে সবুজ-মেরুনের মাঝমাঠে। এবারের ডুরান্ড কাপে তার প্রমাণ মিলেছে বারেবারে। সময় বিশেষে জ্বলে উঠেছেন সামাদ ও থাপা।

   

তবে ডুরান্ড ফাইনালে কার্ড সমস্যা থাকায় আইএসএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি অনিরুদ্ধ থাপা। গ্লেন মার্টিনসকে সামনে রেখেই লড়াই চালাতে হয়েছিল বাগান শিবিরকে। তবে এই তারকা ফুটবলারের পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না বাগানের হেড কোচ। তাই দ্বিতীয় ম্যাচে ভারতীয় তারকা অনিরুদ্ধ থাপা যে দলে ফিরবেন তা এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে মাঝমাঠ যে আরও শক্তিশালী হবে সবুজ-মেরুনের তা কিন্তু বলাই চলে। আজ সেদিকেই নজর রয়েছে মেরিনার্সদের।

তবে তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগান দল নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন অনিরুদ্ধ থাপা। মোহনবাগান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মোহনবাগান দেশের অন্যতম বৃহৎ ক্লাব। তাদের বহু সমর্থক রয়েছে। যারা প্রতিনিয়ত মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে। খেলোয়াড়দেরকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সহায়তা করে। সেই দলের জার্সি পড়ে মাঠে নামা যথেষ্ট গৌরবের। আমি আশা করি, এই দলের হয়ে আইএসএলে নিজের সেরাটা দিতে পারব। পাশাপাশি এবারও ট্রফি জিততে পারব। থাপার এই বক্তব্য সহজেই মন কেড়েছে দলের সমর্থকদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন