Wednesday, November 29, 2023
HomeSports NewsAniruddha Thapa: কত বছরের চুক্তিতে বাগানে এলেন থাপা? জানুন

Aniruddha Thapa: কত বছরের চুক্তিতে বাগানে এলেন থাপা? জানুন

সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলে সই করলেন অনিরুদ্ধ থাপা (Aniruddha Thapa)। জানা গিয়েছে আসন্ন ৫টি মরশুমের জন্য এই দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই তরুণ প্রতিভা। গত বছর পর্যন্ত চেন্নাইন এফসি দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার ছিলেন তিনি। তবে গত আইএসএল শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, যে দল ছাড়তে পারেন এই তারকা। অবশেষে সেটাই হল এবার। পুরোনো দল ছেড়ে কলকাতার এই প্রধানে যোগ দিলেন ৭ নম্বর জার্সিধারী এই ফুটবলার।

   

সবুজ-মেরুন দলের সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি বলেন, গতবারের এই আইএসএল জয়ী দলের হয়ে এবার খেলার সুযোগ পেয়ে আমি যথেষ্ট খুশি। সেইসাথে তিনি বলেন, দেশীয় ফুটবলের ক্ষেত্রে এই সবুজ-মেরুন জার্সির গুরুত্ব অপরিসীম। এবার এই জার্সি পড়ে মাঠে নামবো ভেবেই অন্যরকম লাগছে। আশা করি সর্বদা নিজের সেরাটা তুলে ধরতে পারব। দলের সমর্থকদের মুখে হাসি ফোঁটাতে পারব।

তবে সেখানেই শেষ নয়। বছর পঁচিশের এই তারকা ফুটবলার আরও বলেন, বলতে গেলে কলকাতা হল ভারতীয় ফুটবলের হাব। বহুদিন ধরেই সেখানে খেলার ইচ্ছে ছিল। এবার তা পূরন হতে চলেছে। পাশাপাশি দলের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দোর প্রসঙ্গে থাপা বলেন, এই স্প্যানিশ কোচের খেলানোর ধরনটা আমার জানা আছে। তিনি বল রেখে খেলতে বলেন। তাছাড়া প্রয়োজন বুঝে আক্রমণাত্মক ও খেলতে বলেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই তারকা সমৃদ্ধ দল। অধিকাংশ ফুটবলার ফেরেন্দোর ফর্মেশন জানেন। এখন অনুশীলনে নেমে আমাকে সেটাই রপ্ত করে নিতে হবে। যাতে পরবর্তীতে কোনো সমস্যা না দেখা দেয়।

Latest News