Angkrish Raghuvanshi: অঙ্কৃশের ছোটো ভাইয়ের ব্লাড ক্যান্সার, তরুণ নাইটের উত্থান সহজ ছিল না

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া দিল্লির অঙ্কৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) করলেন বিস্ফোরক ব্যাটিং। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে…

Angkrish Raghuvanshi

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া দিল্লির অঙ্কৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) করলেন বিস্ফোরক ব্যাটিং। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ টি চার এবং ৩ টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫০ রান করে একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন অঙ্কৃশ।

এই ইনিংসের মাধ্যমে অঙ্কৃশ রঘুবংশী কেকেআরের হয়ে দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেছেন। ১৮ বছর বয়সে (৩০৩ দিন) ভারতীয় তারকা শুভমান গিলের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রঘুবংশী। ২০১৮ সালে ১৮ বছর ২৩৭ দিন বয়সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতার হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করেছিলেন গিল। গতকাল সন্ধ্যায় সুনীল নারিনের সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে কেকেআরকে ২৭২/৭ স্কোরে নিয়ে যান রঘুবংশী।

রঘুবংশী ১১ বছর বয়সে ক্যারিয়ার গড়ার জন্য গুরগাঁও ছেড়েছিলেন। ২০২২ অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে ওপেনার হিসাবে ২৭৮ রান করেছিলেন। এই টুর্নামেন্টে যশ ধুলের অধিনায়কত্বে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালে মুম্বইয়ের হয়ে লিস্ট এ ও টি-টোয়েন্টি অভিষেক হয় রঘুবংশীর। তবে সিকে নাইডু ট্রফিতে ৯ ম্যাচে ৭৬৫ রান ছিল এই তরুণের অন্যতম সেরা পারফরম্যান্স। এবারের নিলামে কেকেআর তাঁর ওপর আস্থা রেখেছিল।
এদিকে ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন এসেছে তাঁর। ছোটবেলায় অঙ্কৃশের ছোট ভাই কৃষ্ণার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। মা মালিকা রঘুবংশী বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

“অঙ্কৃশ আমাদের সঙ্গে হাসপাতালে ঘুমিয়েছিল। ওই পাঁচ বছর ছিল সবচেয়ে ভয়াবহ। ও কখনো তার ছোট ভাইকে একা ছাড়ত না। কৃষ্ণার চিকিৎসা তাকে মানসিকভাবে দৃঢ় করে তুলেছে।”