Transfer Rumours: ওডিশা এফসিতে আসবেন টোরেস? জানুন সম্ভাবনা কতটা

দল বদল সংক্রান্ত জল্পনায় (Transfer Rumours) ভেসে উঠছে একের পর এক নাম। বহু বিদেশির নাম শোনা যাচ্ছে ফুটবল প্রেমীদের জল্পনা। পরের মরসুমে বিভিন্ন ক্লাবে দেখা…

Angel Torres transfer rumors

দল বদল সংক্রান্ত জল্পনায় (Transfer Rumours) ভেসে উঠছে একের পর এক নাম। বহু বিদেশির নাম শোনা যাচ্ছে ফুটবল প্রেমীদের জল্পনা। পরের মরসুমে বিভিন্ন ক্লাবে দেখা যাবে নতুন ফুটবলার। এর আগে ভারতে খেলেননি এরকম বিদেশি ফুটবলারকেও হয়তো দেখা যাচ্ছে। ফুটবল প্রেমীদের জল্পনায় রয়েছে অস্ট্রেলিয়ান লিগ খেলা আরো এক ফুটবলারের নাম। তিনি নাকি যোগ দিতে পারেন ওডিশা এফসিতে!

সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার এ লিগে খেলা একাধিক ফুটবলার। অস্ট্রেলিয়ান ফুটবলারদের নিয়ে এখন দল বদলের জল্পনা তাই কিছুটা বেশি। এ লিগের একাধিক ক্লাবের স্কোয়াডেও লেগেছে দল বদলের হাওয়া। এরই মধ্যে শোনা যাচ্ছে কলম্বিয়ার এক ফুটবলারের নাম।

   

East Bengal: ট্রানস্ফার ফি দিয়েই ফুটবলার আনতে পারে ইস্টবেঙ্গল

এ লিগ খেলা Angel Torres দল বদল করতে পারেন বলে শোনা যাচ্ছে। ভারতীয় ফুটবল প্রেমীদের একাংশের অনুমান, দল বদল করে তিনি যোগ দিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব ওডিশা এফসিতে। টোরেস ২৪ বছর বয়সী উইঙ্গার , খেলেছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে। অস্ট্রেলিয়ার পেশাদার এই ফুটবল ক্লাবের হয়ে বেশ কিছু গোল রয়েছে তাঁর নামের পাশে।

টোরেস ওডিশা এফসিতে যোগ দিতে পারেন এই জল্পনার কথা ছড়িয়ে পড়েছিল দ্রুত বেগে। এখন নেই জল্পনার বেগ অনেকটা কম। আপাতত যে গতি প্রকৃতি তাতে তিনি ওডিশা এফসিতে যোগ দেবেন না বলেই ধরে নেওয়া যাচ্ছে।

Mohammedan SC: ব্রাজিলের নামকরা ফুটবলারকে দলে নিতে পারে মহামেডান

বিতর্কেও জড়িয়ে পড়েছেন টোরেস। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে দিতে হয়েছে বিবৃতি। যৌন হেনস্থার অভিযোগ উঠেছিলেন ফুটবলারের বিরুদ্ধে। ২৩ এপ্রিল ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ‘ফুটবল অস্ট্রেলিয়ার জাতীয় আচরণবিধি ও নৈতিকতার ৭ (বি) এবং ৭ (সি) ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে। এই স্থগিতাদেশ একটি সতর্কতামূলক ব্যবস্থা যা খেলোয়াড়কে ফুটবল এবং ক্লাব সম্পর্কিত ক্রিয়াকলাপে অংশ নেওয়া থেকে দূরে রাখবে।’