অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে গেল এবার। কেরালার ফুটবল ক্লাব ত্রিসূর এফসির (Thrissur Magic FC) দায়িত্ব পেলেন আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)। বছর কয়েক আগে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন এই রাশিয়ান কোচ। পরবর্তীতে তাঁর তত্ত্বাবধানেই দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। প্রথমদিকে দুরন্ত ছন্দে দল ধরা দিলেও সময় এগোনোর সাথে সাথেই বাকিদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল এই ফুটবল ক্লাব। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট।
পরবর্তীতে বেতন সংক্রান্ত নানাবিধ সমস্যায় জর্জরিত হয়েছিল সাদা-কালো ব্রিগেড। যারফলে একবার মাঠে অনুশীলন করতে ও অনিহা প্রকাশ করতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। একই পরিস্থিতি দেখা দিয়েছিল দলের হেড কোচের। শেষ পর্যন্ত সিজনের মাঝামাঝি সময় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরবর্তী সময় তাঁর পুনরায় দেশে ফেরার কথা থাকলেও তিনি আর আসেননি। বিশেষ করে এই নতুন সিজনের শুরু থেকেই একাধিকবার উঠে আসতে শুরু করেছিল এই বিদেশি কোচের নাম। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই ভারতের কোনও ক্লাবের দায়িত্বে দেখা যেতে চলেছে আইলিগ জয়ী এই কোচকে। সেটাই হল শেষ পর্যন্ত।
এবার নতুন দায়িত্ব পেলেন চেরনিশভ। কেরালার ফুটবল লিগের ক্লাবের দায়িত্বে এলেন এই বিদেশি কোচ। পুরনো হতাশা ভুলে এবার এখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি। উল্লেখ্য, শেষ সিজনে কেরালার ফুটবল লিগে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল এই ত্রিসূর ম্যাজিক এফসির। একেবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল তাঁদের মরসুম। কিন্তু এবার মহামেডান স্পোর্টিং ক্লাবের এই প্রাক্তন কোচের হাত ধরে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে দলের সকল ফুটবলারদের।
গত রবিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে চেরনিশভের যোগদানের কথা ঘোষণা করেছে কেরালার এই ফুটবল ক্লাব। পুরনো সমস্ত কিছু ভুলে নিজেদের আদৌ কতটা মেলে ধরতে পারে এই দল এখন সেটাই দেখার বিষয়।