বছর খানেক আগে মহামেডান স্পোর্টিং ক্লাবকে আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)। পরবর্তীতে তাঁর তত্ত্বাবধানেই দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএল খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। প্রথমদিকে দুরন্ত ছন্দে দল ধরা দিলেও সময় এগোনোর সাথে সাথেই বাকিদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছিল এই ফুটবল ক্লাব। যা ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। তারপর বেতন সংক্রান্ত নানাবিধ সমস্যায় জর্জরিত হয়েছিল সাদা-কালো ব্রিগেড। যারফলে একবার মাঠে অনুশীলন করতে ও অনিহা প্রকাশ করতে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। একই পরিস্থিতি দেখা দিয়েছিল দলের হেড কোচের(Andrey Chernyshov)।
Also Read | অবনমন পর্বে সার্দানের বিরুদ্ধে মর্যাদা রক্ষার লড়াইয়ে ব্ল্যাক প্যান্থার্সরা
শেষ পর্যন্ত সিজনের মাঝামাঝি সময় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। পরবর্তী সময় তাঁর পুনরায় দেশে ফেরার কথা থাকলেও তিনি আর আসেননি। বিশেষ করে এই নতুন সিজনের শুরু থেকেই একাধিকবার উঠে আসতে শুরু করেছিল এই বিদেশি কোচের নাম। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই ভারতের কোনও ক্লাবের দায়িত্বে দেখা যেতে চলেছে আইলিগ জয়ী এই কোচকে। গত মাসের শেষের দিকে সেই খবরেই শিলমোহর পড়ছে। এবার কেরালার ফুটবল লিগের ক্লাব ত্রিসূর ম্যাজিক এফসির দায়িত্বে এসেছেন এই বিদেশি কোচ (Andrey Chernyshov)। পুরনো হতাশা ভুলে এবার এখানেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তিনি।
Also Read | রং-তুলিতে ফুটে উঠল ক্রীড়া ও সাহসের গল্প, ICCR শুরু হল বিশেষ প্রদর্শনী

শেষ সিজনে কেরালার ফুটবল লিগে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল এই ত্রিসূর ম্যাজিক এফসির। টেবিলের একেবারে তলানিতে থেকেই শেষ হয়েছিল তাঁদের মরসুম। কিন্তু এবার মহামেডান স্পোর্টিং ক্লাবের এই প্রাক্তন কোচের (Andrey Chernyshov) হাত ধরে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে দলের সকল ফুটবলারদের। অবশেষে আজ সকালে কেরালায় এসে পৌঁছে গিয়েছেন এই আইলিগ জয়ী কোচ। খুব শীঘ্রই দলের অনুশীলনে দেখা যেতে চলেছে তাঁকে।