২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ঘোষিত হয়েছে ভারতের পরিবর্তিত দল। সেই দলে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী। রিজার্ভ প্লেয়ার (একমাত্র চোট পেয়ে মূল স্কোয়াড থেকে কেউ বাদ পড়লে দুবাই যাবেন) যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে।
তবে এই টিম দেখে অনেকেই বলেছেন স্পিনার আর অল রাউন্ডারদের ছড়াছড়ি। শেষ মুহূর্তে বুমরার জায়গায় রানা ও জয়সওয়াল এর জায়গায় বরুণ কে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। প্রশ্ন উঠছে এই দলে নির্বাচন কী ঠিক হল? বুমরার জায়গায় রানা! জয়সওয়াল এর জায়গায় বরুণ কেন? বরুন তো ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে তে খেললেন না এখনও। আবার বড় টুর্নামেন্টের আগে এভাবে কেন তাঁকে দলে ঢুকিয়ে দেওয়া হল? বিশেষজ্ঞরা অন্য কথা বলছেন এত গুলো অল রাউন্ডার আছে দলে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ভারত হা হুতাশ করেছিল টিম-এ অল রাউন্ডার নেই বলে। বিশেষ করে ফাইনালে। মাত্র ৫ জন বোলার নিয়ে নামতে হয়েছিল। তাই নেওয়া হয়েছে হর্ষিতকে। ভারতে মিডিয়াম পেস অল রাউন্ডার যিনি এই মুহূর্তে ইন্ডিয়ান ওয়ান ডে টিম রিপ্রেসেন্ট করতে পারে, হার্দিকের সঙ্গে হর্ষিতই হতে পারেন ভালো অপশন। কারণ নীতীশ রানা আহত।
আর দুবাই তে খেলা। স্পিন ডিপার্টমেন্ট ভালো খেলছে। তাই দলে স্পিনার নেওয়া হয়েছে। এই মুহূর্তে ৪ জন অল রাউন্ডার টিমে আছে। হার্দিক , জাদেজা , অক্ষর আর সুন্দর। এর মধ্যে প্রথম ৩ জন খেলবে। স্পিন ২ আর পেস ১। তাহলে ৮ নম্বর অবধি ব্যাটসম্যান থাকলো। বাকিদের মধ্যে ২ জন পেস আর ১জন স্পিন নিলেই হবে। টিম ব্যালান্স বজায় থাকবে সুন্দর।
এবার দলের আছে ৩ পেস বোলার। শামি অভিজ্ঞতার কারণে অটোমেটিক চয়েস। বাকি প্রশ্ন হর্ষিতকে নিয়ে কারণ সে দিল্লি আর KKR-এর প্লেয়ার! সত্যিই কি এটা কারণ? বিশেষজ্ঞরা বলছেন ছেলেটার মধ্যে ক্ষমতা আছে। পেস আছে, ফাস্ট আর স্লো বলের ভ্যারিয়েশনটা খুব ভালো করে। লাস্ট ২ ওয়ান ডেতে সে তা প্রমাণ করেছে। অনেকে বলতে পারে মার খাচ্ছে? সেতো শামিও ২য় ম্যাচে মার খেয়েছে। সবার সব ম্যাচ সমান যায় না। অর্শদীপকে অপেক্ষা করতে হতে পারে। সে ভালো বোলার। কিন্তু সুইং না হলে সিরাজের মত ও পুরোনো বলে খেই হারিয়ে ফেলে। এটাই তার মাইনাস।
এবার ২ স্পিনার এর কথা বলতে গেলে বরুণ এই মুহূর্তে দারুণ ফর্মে। কুলদীপ চোট থেকে ফিরেছে। এখানে ১ স্পিনার কে খেলবে তা সিলেক্ট করা সত্যিই চাপের। একজনের সাথে অন্যায় করা হবেই। আসলে ২ জনেই অফ স্পিনার। তাই কাকে ছেড়ে কাকে নেবে এটা টিম ম্যানেজমেন্টকে নির্ধারণ করতে দিন। রাহুল আর পন্থ এর মধ্যে রাহুল হয়তো বাংলাদেশ আর পাকিস্তান ম্যাচ খেলতে পারে । ওই ম্যাচ গুলোতে পারফরমেন্স না দিতে পারলে কিন্তু পন্থ টিমে ঢুকে যাবে। তাই প্রথম ২ ম্যাচে প্রথম ১১ হতে পারে- রোহিত, গিল , বিরাট, শ্রেয়স , অক্ষর,হার্দিক , রাহুল, জাদেজা , শামি, হর্ষিত, বরুণ । বুমরা থাকলে এই টিম অসাধারণ হতো। কিন্তু কপাল কে কেউ বদলাতে পারে না। এটাই বাস্তব।
তবে জয়সয়াল এর কপাল খারাপ। এই মুহূর্তে তাঁকে অপেক্ষা করতে হবে। কিছুই করার নেই। বয়স অল্প। রোহিত এর জায়গায় খুব তাড়াতাড়ি টিমে আসবে। ২০২৭ বিশ্বকাপে এ ও হবে ত্রাস। কিন্তু এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই।