Brad Inman: লাল-হলুদে বিদেশী মিডিও রিক্রুট নিয়ে জল্পনার অবসান

সমস্ত জল্পনার অবসান৷ মিডফ্লিডার ব্র্যাডেন ইনম্যান (Brad Inman) ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন না। বেশ কয়েক দিন ধরেই লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন অজি এই মিডিও,এমন…

emami East Bengal and Brad Inman rumours

সমস্ত জল্পনার অবসান৷ মিডফ্লিডার ব্র্যাডেন ইনম্যান (Brad Inman) ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন না। বেশ কয়েক দিন ধরেই লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন অজি এই মিডিও,এমন একটা কানাঘুষো শোনা যাচ্ছিল।

কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর, এমন কোনও খবর নেই,যেখানে নিশ্চিত হওয়া যায় যে ব্র্যাডেন ইনম্যান ইমামি ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামবেন। কেননা ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ওপর নির্বাসনের খাড়া নামিয়েছে।

মঙ্গলবার থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন যেহেতু নির্বাসিত তাই সব দেশের ফুটবল ফেডারেশন তাদের প্লেয়ারদের ওপর ভারতের ক্লাবে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ আইএসএলের ৮ টা ক্লাব ৬ বিদেশি সই করিয়ে নিলেও নর্থ ইস্ট ইউনাইটেড ১ জন বিদেশি সই করিয়েছে,ইমামি ইস্টবেঙ্গল আর কেরালা ব্লাস্টার্স ৫ জন সই করিয়েছে, এরা আর নতুন করে বিদেশি সই করাতে পারবে না।আই লিগেও একই নিয়ম বজায় থাকবে। ভারত থেকে বিদেশের ক্লাবে কোনো ভারতীয় প্লেয়ার খেলতে যেতেও পারবে না।ভারত এইবার দেশের মধ্যেই ফুটবল খেলবে, ২০২২-২৩ ফুটবল ক্যালেন্ডারের মধ্যে নিষেধাজ্ঞা না ওঠাতে পারলে পরের মরশুম থেকে বিদেশি ফুটবলারেরাও আসবে না ভারতে।৭৫ তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের পরের দিন অভিশপ্ত ১৬ আগষ্ট ভারতীয় ফুটবলকে পাঠিয়ে দিয়েছে অনির্দিষ্টকাল নির্বাসনে।

Advertisements

এরই মধ্যে বুধবার নির্বাসন প্রত্যাহারের সম্ভাবনা ঘিরে জল্পনা দানা পাকিয়েছে। সলিসিটর জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এসজি বলেন, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও ফিফার মধ্যে কথাবার্তা হয়েছে এবং নিষেধাজ্ঞা বলবৎ করা নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট সরকারকে সক্রিয় ভূমিকা নিতে বলেছে যাতে ফিফা স্থগিতাদেশ তুলে নেয় এবং ভারত অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করতে পারে।

ভারতীয় ফুটবলের ওপর ফিফার সামগ্রিক নির্বাসন প্রত্যাহার ঘিরে আলোচনার প্রক্রিয়াগত খবর প্রকাশ্যে আসতেই দেশের ক্রীড়ামহলের মধ্যে আশার আলো ফুটে উঠেছে।