Amrinder Singh: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অমরিন্দর আসছেন ইস্টবেঙ্গলে

Amrinder Singh is coming to East Bengal

গত কয়েক মাস ধরে ইস্টবেঙ্গলের সাথে জড়িয়েছে অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) নাম। এটিকে মোহনবাগানে খেলে আসা এই গোলকিপার’কে দলে পেতে আগ্রহী ছিলো লাল হলুদ ।কিন্তু অমরিন্দার বুঝে উঠতে পারছিলেন না,শেষ অবধি কোন ক্লাব তার গন্তব্য হতে চলেছে।কিন্তু ইমামি’র সাথে ক্লাবের চুক্তির পর থেকে অমরিন্দরের সাথে কথা চালিয়েছে লাল হলুদ।শোনা যাচ্ছে এই ভারতীয় গোলকিপার’কে নতুন যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব তার পছন্দ হয়েছে, তাই সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের এই গোলকিপারের ইস্টবেঙ্গলে আসটা এখন খালি সময়ের অপেক্ষা।

Advertisements

আরও পড়ুন:Bikash Yumnam: এই ডিফেন্ডার’কে দলে পাচ্ছে না ইস্টবেঙ্গল

আরও একবছরের চুক্তি’তে ইস্টবেঙ্গলে থেকে গেলো অমরজিত সিং কিয়াম।৩০ শে জুলাই তিনি কলকাতায় এসে পৌঁছন।১ লা আগষ্ট তার মেডিক্যাল হবে ক্লাবে। ইন্ডিয়ান অ্যারোজে নজরকাড়া ফুটবল খেলার পর তাকে জামশেদপুর দলে নেয়।সেখানে ১৫ টা ম‍্যাচ খেলে একটি অ্যাসিস্ট’ও করেন।

Advertisements

আরও পড়ুন: Emami East Bengal : সাইড ব্যাক সমস্যা মেটানোর পথে ইস্টবেঙ্গলর

২০২১ সালে অমরজিত যায় এফসি গোয়ায়,সেখান থেকে গত মরশুম লোনে আসেন ইস্টবেঙ্গলে । এই ডিফেন্সিভ মিডফিল্ডার ফুটবলার ক্লাবের হয়ে ১৬ টা ম‍্যাচ খেলেছিলেন, এবং তার পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছিল।