Women’s Cricket Team: ভারতীয় দলের নতুন কোচ হতে চলেছেন অমল মজুমদার

বাংলাদেশ সফরের আগে ভারতীয় মহিলা দলের (Women’s Cricket Team) প্রধান কোচ হতে চলেছেন অমল মজুমদার(Amol Muzumdar)।

Indian women's cricket as Amol Muzumdar

বাংলাদেশ সফরের আগে ভারতীয় মহিলা দলের (Women’s Cricket Team) প্রধান কোচ হতে চলেছেন অমল মজুমদার(Amol Muzumdar)। অশোক মালহোত্রা, যতীন পরনজপে সুলক্ষণা নায়েকের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি সবদিক বিচার করে মজুমদারকে নিয়ৃগ করার সিদ্ধান্ত নেয়।

বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে বলে, “সেএএস কর্তারা অমল মজুমদারের প্রেজেন্টেশন নিয়ে বেশি খুশি ছিলেন, তাতে তিনি মহিলা দলের ভবিষ্যত নিয়ে যাবতীয় চিন্তার ভাবনার কথা খুব স্পষ্ট ভাবে বলেছিলেন। বাকিদেরটাও ভালো ছিল, তবে ওনারটা সেরা ছিল। তাঁকেই খুব সম্ভবত প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হবে।”

এর আগে মুম্বই রঞ্জি দলে কাজ করেছেন তিনি। কাজ করেছে আইপিএলের রাজস্থান রয়্যালসেও। দক্ষিণ আফ্রিক্ দলের সাথেও কাজ করেছেন তিনি। সাক্ষাৎকারের সময় একমাত্র তিনিই সশরীরে উপস্থিত ছিলেন।

খুব সম্ভবত দু’বছরের একটি চুক্তি স্বাক্ষর করবেন মজুমদার, যা শুরু হচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। গত পাঁচ বছরে একটি আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় মহিলা দল। সেই খরাকাটাবার দায়িত্ব তুলে দেওয়া হবে মজুমদারের হাতে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের মানসিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তি বারাবার কাজও চলবে বলে আশা করা যায়। ২০২৫এ ভারতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপও।