রায়ডু কি তবে রাজনীতিতে? জগমোহন রেড্ডির সঙ্গে সাক্ষাৎ উস্কে দিল জল্পনা

Rayudu meeting with Jagmohan Reddy

ক্রিকেটের সাথে বলিউডের পাশাপাশি রাজনীতির সম্পর্কও বহুদিনের। আগে মহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদ, সাম্প্রতিক কালে গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, লক্ষীরতন শুক্লার মতো ক্রিকেটারেরা সক্রিয় রাজনীতিতে বার বার দেখা গিয়েছে। তবে সেই তালিকায় অম্বাতি রায়ডুও (Ambati Rayudu) নাম লেখাবেন কিনা, তা নিয়ে নিশ্চিৎ নয় কেউ।

Advertisements

আইপিএলের পর ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর ঘোষণা করেছিলেন রয়ডু। পরে ভত পাল্টে বলেন আমেরিকান লিগ খেলবেন। এর মাঝেই দু’বার ঘুরে এসেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির কাছে। সূত্রের খবর রাজনীতিতে আসবেন কিনা জিজ্ঞেস করায় একেবারে “না” বলে দিয়ে আসেননি তিনি। অর্থাৎ আশা আছে বলাই যায়।

জগমোহন ওয়াইএসআর কংগ্রেস পার্টিরও প্রধান। বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। একটি ইংরেজি পত্রিকার দাবি, রায়ডুকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে পোন্নুর অথবা গুন্টুর পশ্চিম কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনে দাঁড়ালে তিনি মছলিপত্তনম কেন্দ্র থেকে ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী হতে পারেন। সম্প্রতি রায়ডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, ‘‘যুব সম্প্রদায়ের রাজনীতিতে আসার ক্ষেত্রেজগমোহন রেড্ডি খুব বড় অনুপ্ররণা। তিনি একটি নির্দিষ্ট অঞ্চলকে গুরুত্ব না দিয়ে গোটা রাজ্যের সার্বিক উন্নয়ন করছেন।’’

Advertisements

এদিকে রাজনীতিতে আদৌ আসবেন কিনা, এই নিয়ে মুখ খোলেননি রায়ডু। এরকম অনেক নামই শোনা যায়, ধামাচাপাও পড়ে যায় সময়ের সাথে। এবার এই তালিকায় রায়ডু নাম লেখাবেন, নাকি রাজনীতির খাতায়, এখন সেটাই দেখার।