কেরালা বধের প্রস্তুতি শুরু করল মহামেডান, চিন্তায় রাখছেন অমরজিৎ সিং

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল কলকাতা…

Mohammedan SC Gears Up to Face Kerala Blasters FC

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। গোয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও তাঁদের পারফরম্যান্স মন জয় করেছিল অতি সহজেই। এরপর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেই আসে বহু প্রতীক্ষিত জয়। নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচেই তাঁরা পরাজিত করে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসিকে।

যারফলে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। পরবর্তীতে সেই ধারা বজায় রাখার পরিকল্পনা থাকলেও আদতে সেটা সম্ভব হয়নি। বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের। আগামী ২০শে অক্টোবর কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএলের পঞ্চম ম্যাচ খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্স এফসি।

   

এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আন্দ্রে চেরনিশভের ছেলেরা। সেইমতো গত সোমবার থেকেই ফের অনুশীলন শুরু করে দিয়েছেন দলের অধিকাংশ ফুটবলাররা। যেখানে প্রথম থেকেই জন্মনে মেজাজে দেখা গিয়েছে মহামেডানের নয়া বিদেশি ফুটবলার ফ্লোরেন্ট ওগিয়ারকে। কিছুদিন আগেই কলকাতায় পা রেখেছেন এই ফরাসি তারকা। কাদিরীর পরিবর্তে এবার তাঁকে দলে টেনেছে ময়দানের এই প্রধান। ভারতের মাটিতে আদৌ কতটা সাফল্য পান এই তারকা এখন সেদিকেই নজর থাকবে সকলের।

অপরদিকে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছেন সাদা-কালো দলের তারকা ফুটবলার অমরজিৎ সিং কিয়াম। গত কয়েক ম্যাচ ধরেই দলের অনবদ্য পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই মিডফিল্ডারের। তবে এদিন প্রথম থেকেই সাইড লাইনে দেখা যায় তাঁকে। চোটের সমস্যা যে এখনো রয়ে গিয়েছে তা স্পষ্ট। কিন্তু পরবর্তী ম্যাচের পূর্বে আরও বেশ কিছুদিন সময় থাকায় তাঁকে ম্যাচ ফিট করার দিকেই নজর দিতে চায় ম্যানেজমেন্ট।