Odisha FC: বাগান বধ করার পর একি বলে বসলেন অমরিন্দর? পড়ুন

গতকাল বিকেলে যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপের দ্বিতীয় লেগের মরন বাঁচন ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ৫-২ গোলের…

Amarinder Singh, Odisha FC Goalkeeper

গতকাল বিকেলে যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপের দ্বিতীয় লেগের মরন বাঁচন ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে ৫-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সার্জিও লোবেরার ওডিশা। বলাবাহুল্য, টুর্নামেন্টের প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে ৪ গোলে জয় পেয়েছিল বাগান ব্রিগেড।

একদিকে এই ম্যাচ যেমন বদলার ম্যাচ ছিল ওডিশার কাছে অন্যদিকে, ঠিক তেমনভাবেই জয় ফেরার ম্যাচ ছিল ফেরেন্দোর কাছে। বলতে গেলে এবার বদলা নিলেন লোবেরা। নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচের শেষ হাসি হাসলেন এই স্প্যানিশ কোচ। গতকাল বাগান শিবিরের প্রাক্তন তারকা রয় কৃষ্ণার হাত ধরেই সমতায় ফেরে গতবারের সুপার কাপ জয়ী দল। পরবর্তীতে দিয়াগো মরিসিও, থেকে শুরু করে অনিকেত যাদবদের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়ে মোহনবাগান। ম্যাচের শুরুতে মরোক্কান তারকা হুগো বুমোসের গোলে সবুজ-মেরুন শিবির এগিয়ে গেলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি।

কালকের ম্যাচে অজি তারকা দিমিত্রি পেট্রতোসের না থাকার সুযোগকেই কাজে লাগায় ওডিশা এফসি। অন্যদিকে, এই তারকা না থাকায় শুরু থেকেই যথেষ্ট চাপ ছিল সকলের মধ্যে। তবে হুগো বুমোসের গোলে ম্যাচের শুরুটা ভালো হলেও সময় এগোনোর সাথে সাথে টুর্নামেন্টের লড়াইয়ে ফিরে আসে ওডিশা এফসি। এই ম্যাচের ঠিক ১৭মিনিটের মাথায় মরোক্কান তারকা হুগো বুমোসের গোল বাগান ব্রিগেড এগিয়ে গেলেও পরবর্তীতে বাগানের প্রাক্তন তারকা তথা রয়া কৃষ্ণা সমতা ফিরিয়ে দেন ৩০ মিনিটের মাথায়। বলতে গেলে বাগান ডিফেন্ডারদের এক মিনিটের অসাবধানতার সুযোগ নিয়ে দলকে সমতায় ফেরান এই ফিজি তারকা।

যারফলে, নড়চড়ে বসে মোহনবাগান। তবে রয় কৃষ্ণার গোলের দুই মিনিট পরেই দলকে গোল করে এগিয়ে দেন গতবারের গোল্ডেন বুট জয়ী তারকা দিয়াগো মরিসিও। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাগান ব্রিগেড চাপ সৃষ্টি করলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। যারফলে, বড় ব্যবধানে অনায়াসেই জয় তুলে নেয় ওডিশা এফসি।

তবে এই জয়ের পর এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন দলের গোলরক্ষক অমরিন্দর সিং। তিনি বলেন, এই ম্যাচ যদি মোহনবাগান জিতে যেত তাহলে আমরা পরবর্তীতে মোহনবাগানের সুবিধার্থে লড়াই করতাম। তবে আমাদের এই জয় আসার ফলে, এবার আমরা দেশের হয়েই লড়াই করবো।