মোহনবাগানের পর এএফসিকে চিঠি দেওয়ার ভাবনা আরও এক ক্লাবের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারন করছে। দিন-রাত মিসাইল হানায় আতঙ্কিত রয়েছেন ইজরায়েল, ইরান (Iran) সহ লেবাননের নাগরিকরা। এই পরিস্থিতিতে ২ অক্টোবর ইরানের (Iran) ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে মাঠে নামার কথা মোহনবাগান সুপার জায়ান্টের। ম্যাচ হওয়ার কথা ছিল ইরানের (Iran) উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের তাব্রিজে ইমান স্টেডিয়ামে।

নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে থেকে ম্যাচ অন্য স্থানে করানোর দাবি জানিয়ে এএফসিকে চিঠি দিয়েছিল বাগান শিবির। এবার ইরানে (Iran) খেলতে না চেয়ে এএফসিকে চিঠি দেওয়ার ভাবনা আরও এক ক্লাবের। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অন্যত্র ম্যাচ সরানোর দাবি তুলল সৌদি আরবের এক ক্লাব।

   

Read More জোড়া গোলে মায়ামিকে ‘প্রথম ট্রফি’ উপহার দিলেন মেসি

আগামী ২২ অক্টোবর রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচ। এদিন ইরানের এস্তেঘলালের বিপক্ষে নামার কথা সৌদি আরবের আল নাসরের। যদিও বর্তমানে ইরানে যুদ্ধ পরিস্থিতি চলায়। খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচটি ভিন্ন দেশে স্থানান্তর করার জন্য এএফসিকে চিঠি দেওয়ার ভাবনা আল নাসরের কর্মকর্তাদের।

মোহনবাগান যদিও ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে ম্যাচ না খেলায়। এএফসি-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয় , এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ট্র্যাক্টর এসসির বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃত ভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট।পুরো বিষয়টি নথিভুক্ত করে এএফসি-র সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে।পর্যালোচনা করে সময় মতো জানানো হবে পরবর্তী পদক্ষেপ। এরপরই আল নাসারের সমর্থকদের থেকে শুরু করে কর্মকর্তাদের মনে একটাই প্রশ্ন উঠছে, ২২ অক্টোবর আল নাসার যদি ইরানে এস্তেঘলালের বিরুদ্ধে খেলতে না নামে। তবে তাঁদের ক্ষেত্রেও কি একি ব্যবস্থা নেবে এএফসি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন