India vs England : ভারতের কাছে ৪৩৪ রানে হেরে আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ ইংল্যান্ডের!

IND vs ENG India' Squad

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যকার টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ দলকে ৪৩৪ রানে হারানোর পাশাপাশি সিরিজেও (India vs England Test Series) ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। 

Advertisements

হায়দরাবাদ টেস্টে হারের পর এটি টিম ইন্ডিয়ার টানা দ্বিতীয় জয়। ভারত প্রথমে বিশাখাপত্তনম টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল, তারপরে রাজকোটে বড় ব্যবধানে এই জয়। টানা দুই পরাজয়ে হতাশ ইংল্যান্ড দল। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানান, তিনি প্রতারিত হয়েছেন।

   

ইংল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক ক্রলির উইকেট নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক। রাজকোট টেস্টের চতুর্থ দিনের খেলা চলছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫৬ রানের টার্গেট দিয়েছিল ভারত। ইংল্যান্ড দল বেশ চাপে ছিল। ইংল্যান্ডের ক্রিকেটার জ্যাক ক্রলি যখন ১১ রানে ব্যাট করছিলেন, তখন বোলিং করতে আসা জসপ্রীত বুমরাহ জ্যাককে এলবিডব্লিউ আউট করেন। আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দেওয়ার পর রিভিউ দাবি করে ইংল্যান্ড। এখান থেকেই জন্ম নিয়েছে বিতর্ক। 

Advertisements

বেন স্টোকস ব্যাখ্যা করেছেন যে তৃতীয় আম্পায়ারের দ্বারা পরীক্ষা করা হলে, ‘এটি স্পষ্টভাবে দেখা যেত যে বলটি স্টাম্প মিস করেছে। তা সত্ত্বেও, আম্পায়াররা জ্যাক ক্রলিকে আউট দিয়েছিলেন। আমি বুঝতে পারছি না। হিসেব বলছে বল স্টাম্প ছুঁয়ে যাচ্ছে, কিন্তু যা দেখানো হয়েছে, বল স্টাম্প মিস করছে। সেখানে কী হয়েছে বুঝতে পারছি না, তবে এটা নিশ্চিত যে বল স্টাম্প স্পর্শ করেনি। তবুও আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দিয়েছেন। এর ফলে ভুগতে হয়েছে গোটা দলকে।’