পাকিস্তানের বিরুদ্ধে ফের দুরন্ত হার্দিক গড়লেন রেকর্ড

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নামলেই যেন আলাদা চেহারা নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতের (India) এই তারকা অলরাউন্ডার আবারও প্রমাণ করলেন, বড় ম্যাচ মানেই তিনি আরও…

All Rounder Hardik Pandya takes 97 wicket in T20 cricket at India vs Pakistan in Asia Cup Super Four

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নামলেই যেন আলাদা চেহারা নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতের (India) এই তারকা অলরাউন্ডার আবারও প্রমাণ করলেন, বড় ম্যাচ মানেই তিনি আরও বড় মঞ্চের নায়ক। এশিয়া কাপে সুপার ফোরের (Asia Cup Super Four) গুরুত্বপূর্ণ ম্যাচে ফের বল হাতে ম্যাচের রঙ বদলে দিলেন হার্দিক (India Cricket News)। সঙ্গে গড়লেন ব্যক্তিগত রেকর্ডও।

ম্যাচের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ধাক্কা দেন হার্দিক (Bengali Sports News)। তাঁর শার্প শর্ট বল সামলাতে না পেরে ক্যাচ দেন ফখর জামান। যদিও এই আউট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করছেন, ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে বল পৌঁছনোর আগেই সেটি মাটি স্পর্শ করে। কিন্তু থার্ড আম্পায়ার সেই দাবি খারিজ করে দেন এবং ফখরকে ফিরতে হয় সাজঘরে।

   

এই উইকেটের সঙ্গে টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার উইকেট সংখ্যা পৌঁছেছে ৯৭। ফলে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। এতদিন এই জায়গায় ছিলেন যুজবেন্দ্র চাহাল, যাঁর উইকেট সংখ্যা ৯৬। তবে নিয়মিত দলে না থাকায় হার্দিক অনেকটাই এগিয়ে গেলেন এই দৌড়ে। আর তালিকার শীর্ষে রয়েছেন অর্শদীপ সিং, যাঁর ঝুলিতে রয়েছে ১০০ টি-টোয়েন্টি উইকেট।

পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের ফর্মও অব্যাহত। এতদিন ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনিই। এবার সেই সংখ্যা আরও বাড়িয়ে করলেন ১৫ উইকেট, মাত্র ৯টি ম্যাচে। তাঁর ঠিক পরে আছেন ভুবনেশ্বর কুমার, যিনি ৭ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা:

অর্শদীপ সিং – ১০০ উইকেট

হার্দিক পাণ্ডিয়া – ৯৭ উইকেট

যুজবেন্দ্র চাহাল – ৯৬ উইকেট

জশপ্রীত বুমরাহ – ৯২ উইকেট

Advertisements

ভুবনেশ্বর কুমার – ৯০ উইকেট

এই মুহূর্তে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন হার্দিক। ব্যাট হাতে তাঁর ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই চাপের মুখে বল হাতেও বারবার ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন তিনি। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স ভারতীয় সমর্থকদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। আসন্ন বিশ্বকাপের আগে এই ফর্ম ধরে রাখতে পারলে, হার্দিকই হতে পারেন ভারতের অন্যতম ট্রাম্প কার্ড।

All Rounder Hardik Pandya takes 97 wicket in T20 cricket at India vs Pakistan in Asia Cup Super Four

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News