HomeSports NewsAFC: ফেডারেশনকে জরিমানা এএফসি-র

AFC: ফেডারেশনকে জরিমানা এএফসি-র

- Advertisement -

ফিফার নির্বাসন ওঠার পর আবার এএফসি-র জরিমানায় অস্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত জুনে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলার সময় এক ব্যক্তির মাঠে ঢুকে পড়ার জন্য এএফসি (AFC) এই জরিমানা করেছে।

জরিমানার অঙ্ক ১৮ হাজার ডলার। তার মধ্যে ১৩ হাজার ৫০০ ডলার সাসপেন্ডেড জরিমানা। মানে এই টাকাটা এখনই দিতে হবে না। আগামী দু’বছরের মধ্যে একইরকমের ঘটনা ঘটলে এই জরিমানা বলবৎ হবে। গত ১১ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে একজন দর্শক ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চের কাছে চলে গিয়েছিলেন। তার জন্য ৮ হাজার ডলার জরিমানা করা করা হয়েছে।

   

আবার ১৪ জুনও হং কং-য়ের বিরুদ্ধে ম্যাচে দু’জন দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন। স্টেডিয়াম ও তার চারপাশে আইনশৃঙ্খলা সঠিকভাবে পালন না করার অভিযোগেই এএফসি জরিমানা করেছে। ৮ হাজার ডলার আগামী ৯০ দিনের মধ্যে জমা দেওয়ার সার্কুলার পাঠিয়েছে এএফসি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular