সাদা-কালো সমর্থকদের ধন্যবাদ জানালেন অ্যালেক্সিস, কিন্তু কেন?

শেষ মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদেই এবার আইএসএল খেলার ছাড়পত্র উঠে এসেছে তাঁদের কাছে। গত ১৬ সেপ্টেম্বর ছিল সেই…

Alexis Gomez Expresses Gratitude to Mohammedan SC Supporters

শেষ মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদেই এবার আইএসএল খেলার ছাড়পত্র উঠে এসেছে তাঁদের কাছে। গত ১৬ সেপ্টেম্বর ছিল সেই দিন। নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। গোটা ম্যাচ জুড়ে অনবদ্য পারফরম্যান্স করেও শেষ রক্ষা হয়নি। আলাউদ্দিন আজিরেইয়ের গোলে পরাজিত হতে হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের।

   

সেই হতাশা ভুলে দিনকয়েক আগে ফের নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের এই প্রধান। সেই ম্যাচে এগিয়ে থেকেও আসেনি জয়। নিঃসন্দেহে তা হতাশ করেছে মহামেডান সমর্থকদের। তবে সেইসব এখন অতীত। আগামী ২৬শে সেপ্টেম্বর নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী চেন্নাইয়িন এফসির বিপক্ষে। ওয়েন কোয়েলের এই দলের বিপক্ষে তিন পয়েন্ট পাওয়া যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে‌।

তাই সবদিক মাথায় রেখেই অনুশীলন করেছে গোটা দল। আগামীকাল চেন্নাইয়ের উদ্দেশ্য রওনা দেবে গোটা দল। তাঁর আগেই সমর্থকদের ভালোবাসা পেয়ে মুগ্ধ অ্যালেক্সিস গোমেজ। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে মহামেডান সমর্থকদের তৈরি একটি ওয়াল পেইন্টিংয়ের ছবি শেয়ার করেন এই আর্জেন্টাইন তারকা। যেখানে মহামেডানের মাস্কে লেখা রয়েছে ” এবার আইএসএল। নিজের দমে। নিজের জোরে।” পাশেই আঁকা রয়েছে দলের কোচ আন্দ্রে চেরনিশভের ছবি। মূলত একটি চেয়ারে বসে রয়েছেন তিনি।

কোচের হাতে রয়েছে আইলিগ সহ বেশকিছু ট্রফি। পাশাপাশি তাঁর সামনে রাখা বহু কাঙ্ক্ষিত আইএসএল ট্রফি। সেইসাথে দেওয়ালে আঁকা রয়েছে মহামেডানের বেশ কয়েকজন ফুটবলারের ছবি। যাদের মধ্যে অন্যতম অ্যালেক্সিস গোমেজ। অর্থাৎ দল যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছে তাঁর ইঙ্গিত দিচ্ছেন সমর্থকরা। সেই ছবি নেট মাধ্যমে তুলে ধরে গোমেজ লেখেন, ” সকল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য।”