কেরালা এখন অতীত! ফ্রান্সের এই ফুটবল ক্লাবে যুক্ত হলেন কোয়েফ

নয়া সিজনের শুরুটা ভালো ছিল না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)।  মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু তাঁর পরে ও খুব একটা ভালো…

alexandre coeff

নয়া সিজনের শুরুটা ভালো ছিল না কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)।  মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু তাঁর পরে ও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি দক্ষিণের এই ফুটবল দলের। ডুরান্ড কাপের পর হতশ্রী পারফরম্যান্সের মধ্য দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে কেরালা। পরবর্তীতে জয়ের মুখ দেখলেও সেটা বজায় থাকেনি। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। যারফলে পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে চলে আসতে হয়েছিল দলকে। এই পরিস্থিতিতে গত বছরের শেষের দিকেই এক কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ম্যানেজমেন্ট।

   

Also Read | “আমরা লড়াই চালিয়ে যাব” – কোচ হোসে মোলিনা

পাশাপাশি ছাঁটাই করে দেওয়া হয় তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। বর্তমানে দলের দায়িত্ব পালন করে আসছেন টিজি পুরুষোথামন। তাঁর তত্ত্বাবধানেই গত কয়েক সপ্তাহ ধরে আইএসএল খেলে আসছেন নোয়া সাদাউরা। গত মোহনবাগান ম্যাচে পরাজিত হওয়ার পর তাঁর তত্ত্বাবধানেই মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়ের সরণিতে ফিরেছিল দল। মাঝে জামশেদপুর এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও গত রবিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসিকে পরাজিত করেছে কেরালা ব্লাস্টার্স। সেই সুবাদেই এবার পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে উঠে এসেছে এই ফুটবল ক্লাব।

Also Read | অঙ্ক সহজ কিন্তু লড়াই কঠিন, সুপার সিক্সের নতুন সমীকরণ ইস্টবেঙ্গলের

কিন্তু দলের কথা মাথায় রেখে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক হাইপ্রোফাইল কোচের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্ট। যতদূর জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ঘোষণা করা হতে পারে কেরালা ব্লাস্টার্সের নতুন কোচের নাম। তবে শুধুমাত্র কোচ নয়। এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে ও বেশকিছু পরিবর্তন আনার পরিকল্পনা ও ছিল আইএসএলের এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণভাগের দিকে ও বিশেষ নজর রয়েছে ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে দলের বিদেশি ফুটবলার আলেকজান্ডার কোয়েফের নাম উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে।

Also Read | মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কী বললেন পেট্র ক্র্যাটকি?

উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময় দক্ষিণের এই ফুটবল ক্লাবে যোগদান করেছিলেন এই ফরাসি সেন্টার ব্যাক। হিসাব অনুযায়ী এই নতুন বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও কোয়েফের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। যারফলে তাঁকে রিলিজ করার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। সেইটাই হয়েছিল পরবর্তীতে। কেরালা থেকে রিলিজ করার পর গত রবিবার ফ্রান্সের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব ভ্যালেনসিয়েনেস এফসিতে যোগদান করেন এই তারকা। এখানে তিনি কতটা সফল থাকেন এখন সেটাই দেখার।