হায়দরাবাদে যোগদান করে কী বললেন অ্যালেক্স সাজি? জানুন

গত ফুটবল মরসুমে হায়দরাবাদ এফসির জার্সিতে (Hyderabad FC) দুরন্ত পারফরম্যান্স করেছিলেন অ্যালেক্স সাজি (Alex Saji)। দল সাফল্য না পেলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই…

alex saji

গত ফুটবল মরসুমে হায়দরাবাদ এফসির জার্সিতে (Hyderabad FC) দুরন্ত পারফরম্যান্স করেছিলেন অ্যালেক্স সাজি (Alex Saji)। দল সাফল্য না পেলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই তরুণ ডিফেন্ডার। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে পাওয়ার জন্য আসরে নেমেছিল আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে এসেছিল ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের নাম। একটা সময় এই ডিফেন্ডারকে নেওয়া ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছিল মশাল ব্রিগেড।

কিন্তু পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। এই রাইট ব্যাককে দলে নিতে আসরে নেমে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। শোনা যায় দীর্ঘমেয়াদি চুক্তিতে তাঁকে নেওয়ার জন্য আগ্ৰহ প্রকাশ করেছে মেরিনার্সরা। কিন্তু শেষ পর্যন্ত কাজে আসেনি এই লড়াই। নয়া ফুটবল সিজনে হায়দরাবাদ এফসিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন অ্যালেক্স সাজি। সপ্তাহ কয়েক আগেই পরিষ্কার হয়ে গিয়েছে সেই কথা।

   

নয়া ফুটবল সিজনে তাঁর উপর ভরসা করেই দল সাজাবেন কোচ থাংবোই সিংটো‌। গত কয়েক বছরে অর্থনৈতিক সমস্যার দরুন হায়দরাবাদ ছেড়েছেন একাধিক দাপুটে ফুটবলার। যারফলে শেষ মরসুমে মাত্র একজন বিদেশি ফুটবলারকে স্কোয়াডে রেখেই আইএসএল খেলতে হয়েছিল তাঁদের। কিন্তু এবার সুদিন ফিরেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাবের। নয়া ইনভেস্টরের হাত ধরে সাফল্যের সরনীতে ফিরতে চাইছে হায়দরাবাদ এফসি।

যতদূর জানা গিয়েছে নয়া আইএসএল সিজনে অ্যালেক্স সাজিকে অধিনায়ক করতে চলেছে এই ফুটবল ক্লাব। বলতে গেলে নিজেদের পুরনো ফুটবলারের উপরেই হয়তো ভরসা রাখছে ম্যানেজমেন্ট। সেই প্রসঙ্গে এবার মুখ খেলেছেন এই ফুটবলার। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমি ১৭ বছর বয়স থেকেই থাংবোই সিংটো‌র সঙ্গে রয়েছি। তবে শুধুমাত্র আমি নই। বর্তমান সময়ে দাঁড়িয়ে জাতীয় দলের একাধিক ফুটবলারদের অন্যতম সহায়ক ছিলেন তিনি। দলের জন্য সবসময় নিজের সেরাটা দিতে চাই। আশা রাখি একসঙ্গে আমরা সাফল্য অর্জন করতে পারব।”