লাল-হলুদের ফুটবলারদের ছবি শেয়ার করলেন অ্যালেক্স সাজি, আসছেন এই প্রধানে?

alex saji

গত বুধবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী ডাউনটাউন হিরোস এফসি। নির্ধারিত সময়ের শেষে অনবদ্য পারফরম্যান্স করে জয় সুনিশ্চিত করে কোচ কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। মাদিহ তালাল ও সাউল ক্রেসপোর পাশাপাশি গোল পান তরুণ ফরোয়ার্ড জেসিন টিকে।

ম্যাচের অতিরিক্ত সময় প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন কেরালার এই ফুটবলার। সেখান থেকেই আসে তৃতীয় গোল। এরপরেই ডাগ আউট থেকে একটি জার্সি হাতে তুলে নেন জেসিন। তারপর গ্যালারির দিকে তুলে ধরেন ইস্টবেঙ্গলের একটি হলুদ জার্সি। যেখানে লেখা ‘স্টে স্ট্রং ওয়ানাদ। উই আর উইথ ইউ।  দিস ইজ ফর ইউ।’

   

পরবর্তীতে সেই ছবি নিজের ইন্সটাগ্রামের স্টোরিতে শেয়ার করেন অ্যালেক্স সাজি। যা কিছুটা হলেও অবাক করেছে লাল-হলুদ সমর্থকদের। গত ফুটবল মরসুমে হায়দরাবাদ এফসির জার্সিতে আইএসএল খেলেছিলেন এই ডিফেন্ডার। হিসাব অনুযায়ী আরো এক বছর তাঁর সঙ্গে নিজামের শহরের এই ক্লাবের চুক্তি থাকলেও তাঁকে পেতে মরিয়া টুর্নামেন্টের একাধিক ক্লাব।

একটা সময় তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের আগ্ৰহ দেখালেও পরবর্তীতে সেই নিয়ে কোনও কিছুই জানা যায়নি। কিন্তু সেই স্টোরি ফের উস্কে দিল তাঁর যোগদানের কথা। তবে কেরালার সেই ওয়ানাদেই জন্ম গ্ৰহন করেছেন সাজি। খেলেছেন সেখানকার বেশকিছু ফুটবল ক্লাবে। অনেকের মতে কেরালার এই দুর্দিনে পাশে থাকার বার্তাকে সমর্থন করতেই এই ছবি শেয়ার করেছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন