চাকরি হারালেন চেন্নাইয়িন এফসির এই প্রাক্তন তারকা

আলেসান্দ্রো নেস্তা। বিশ্ব ফুটবলে অতিপরিচিত এক নক্ষত্র। দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি একটা সময় সাফল্যের দিক থেকে ও সকলের নজর কেড়েছিলেন ইতালির এই ফুটবলার (Alessandro Nesta)। গত…

Alessandro Nesta Sacked as Monza Coach After Disappointing Season

আলেসান্দ্রো নেস্তা। বিশ্ব ফুটবলে অতিপরিচিত এক নক্ষত্র। দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি একটা সময় সাফল্যের দিক থেকে ও সকলের নজর কেড়েছিলেন ইতালির এই ফুটবলার (Alessandro Nesta)। গত ২০০৬ সালে জিতেছিলেন ফিফা বিশ্বকাপ। সেবার দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। পরবর্তীতে ফুটবলার হিসেবে খেলে গিয়েছেন বিশ্বের একাধিক ক্লাবে। তবে সময়ের সাথে সাথে বদলেছে দায়িত্ব। ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর ম্যানেজার হিসেবে আত্মপ্রকাশ করেন এই তারকা।

তারপর গত ২০১৫ সালে আমেরিকার দ্বিতীয় ডিভিশনের ক্লাব মায়ামির দায়িত্ব গ্ৰহন করেছিলেন নেস্তা। সেখান থেকেই কোচিং ক্যারিয়ারের সূচনা। কয়েক বছর সেই দলের দায়িত্ব সামাল দেওয়ার পর ফিরে আসেন নিজের দেশে। সেখানকার তৃতীয় ডিভিশনের ক্লাব এসি পেরুজিয়া ক্যালসিওর দায়িত্ব নেওয়া। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। ততদিন এই তারকা ডিফেন্ডার কোচিং করিয়ে ফেলেছেন একাধিক ফুটবল ক্লাবে। তবে চলতি বছরের মাঝামাঝি সময় ইতালির প্রথম ডিভিশনের ক্লাব এসি মনজারের দায়িত্ব গ্ৰহন করে ছিলেন এই বিশ্বকাপ জয়ী।

   

কিন্তু থাকা হল না বেশিদিন। গত মঙ্গলবার তাঁকে কোচের পদ থেকে ছাঁটাই করে ফেলে ক্লাব কর্তৃপক্ষ। আসলে গত রবিবার ইতালির শক্তিশালী ফুটবল ক্লাব জুভেন্টাসের কাছে পরাজিত হতে হয়েছিল এই ফুটবল দলকে। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। পাশাপাশি গোটা সিজন জুড়ে ও হতশ্রী পারফরম্যান্স থেকেছে মনজারের। যারফলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে নেমে আসে এই ফুটবল ক্লাব। সবদিক বিচার বিবেচনা করেই কোচ বদলের সিদ্ধান্ত নিয়ে নেয় ম্যানেজমেন্ট। যারাফলে এবার চাকরি হারালেন চেন্নাইয়িন এফসির এই প্রাক্তন ফুটবলার।

উল্লেখ্য, গত ২০১৪-২০১৫ মরসুমে মন্ট্রিল থেকে ভারতে খেলতে এসেছিলেন আলেসান্দ্রো নেস্তা। যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের অতি পরিচিত ক্লাব চেন্নাইয়িন এফসিতে। কাটিয়ে গিয়েছিলেন একটা মরসুম। যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার। পরবর্তীতে তিনি ভারত ছাড়লেও রয়ে গিয়েছেন সমর্থকদের মনের মণিকোঠায়।