জল্পনা বাড়ালেন আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আশা করছি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।” ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন ‘আলে স্যার’।
১২ জুলাই জন্মদিন গিয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার। ৫৫ বছরে পদার্পণ করেছেন স্পেনের এই হাইপ্রোফাইল কোচ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগুনতি ইস্টবেঙ্গল সমর্থকরা। যার উত্তর দিয়েছেন আলেহান্দ্রো।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “Thanks to all the fans of East Bengal for your good wishes on my birthday. I hope to see you again very soon.” অর্থাৎ, “আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের ধন্যবাদ। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে।”
২০১৮ সালে লাল হলুদ ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন মেনেন্দেজ গার্সিয়া। অল্প দিনের মধ্যে হয়ে উঠেছিলেন ক্লাব সমর্থকদের প্রিয় ‘আলে স্যার’। প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত দলের জন্য ভালো ফর্ম এনে দিতে পারেননি তিনি। তার পিছনে অবশ্য অনেক কারণ রয়েছে। আলেহান্দ্রোর ইস্টবেঙ্গল কেন ব্যর্থ সে ব্যাপারে বিস্তর কাটাছেঁড়া হয়েছে।
নতুন মরসুমের আগে ইস্টবেঙ্গল কর্তাদের কোচ নিয়োগ করতে হবে। শোনা গিয়েছে, কর্তারা এমন একজনকে চাইছেন যার কোচিং করানোর বেশ ভালোরকম অভিজ্ঞতা রয়েছে। সেই সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ব্যাপারেও ধারণা রয়েছে। এমন পরিস্থিতিতে স্প্যানিশ কোচের “তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে” মন্তব্য জল্পনা বাড়িয়েছে বৈ কমায়নি।