মাঠে নামতে তৈরি আলবার্তো রদ্রিগেজ, খেলবেন পাঞ্জাব ম্যাচ?

গত ডিসেম্বরের পর এই নতুন বছরেও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। জানুয়ারির প্রথম সপ্তাহে হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তারপর হাইভোল্টেজ…

Alberto Rodriguez

গত ডিসেম্বরের পর এই নতুন বছরেও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। জানুয়ারির প্রথম সপ্তাহে হায়দরাবাদ এফসিকে পরাজিত করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তারপর হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ও বজায় থেকেছে সেই ছন্দ। মাঝে কয়েকটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। হোম ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করার পর শেষ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ও বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করেছিল মেরিনার্সরা।

   

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসির থেকে প্রায় ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে সবুজ-মেরুন। বলতে গেলে খুব অঘটন না ঘটলে গতবারের মতো এবার ও হয়তো আইএসএলের লিগ শিল্ড দেখা যেতে চলেছে কলকাতার বুকে। এক্ষেত্রে মাত্র কয়েকটি ম্যাচে আর জয় পেলেই দ্বিতীয়বারের মতো এই খেতাব পাবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই কথা মাথায় রেখেই আগামী ৫ই ফেব্রুয়ারি প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির খেলতে নামবে জোসে মোলিনার ছেলেরা।

alberto rodríguez Mohun Bagan

তবে এসবের মাঝেই সকলকে চিন্তায় রেখেছিল দলের রক্ষণভাগ। আসলে গত মহামেডান ম্যাচে হলুদ কার্ড দেখতে হয়েছিল দুই তারকা ফুটবলারকে। যাদের মধ্যে ছিলেন আপুইয়া এবং টম অলড্রেডকে। এই নিয়ে চারটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন দুই ফুটবলার। যারফলে প্রতিপক্ষের আক্রমণ ভাগকে ঠেকানোর ক্ষেত্রে কিছুটা হলেও চাপে ছিলেন বাগান কোচ। কিন্তু এত কিছুর পরেও সকলকে স্বস্তি দিচ্ছেন আলবার্তো রদ্রিগেজ। বলাবাহুল্য, চোট সমস্যার কারণে আগের ম্যাচে মাঠে নামতে পারেননি এই স্প্যানিশ ডিফেন্ডার।

মূলত সাইড লাইনেই নিজেকে প্রস্তুত করছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু এবার প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বাগানের এই ভরসাযোগ্য ফুটবলার। এমনকি এদিন দলের সঙ্গেও চুটিয়ে অনুশীলন করেছেন রদ্রিগেজ। সব ঠিকঠাক থাকলে পাঞ্জাব ম্যাচেই দলে ফিরতে চলেছেন এই বিদেশি ডিফেন্ডার। যা নিঃসন্দেহে স্বস্তি দেবে সকলকে।