Alberto Rodriguez Reacts: সবুজ-মেরুন জার্সিতে শিল্ড জিতে কী বললেন আলবার্তো রদ্রিগেজ?

চলতি ফুটবল মরসুমের শুরুতে একাধিক বিদেশি ফুটবলারকে দলে টেনেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যাদের মধ্যে অন্যতম আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodriguez)। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন এই স্প্যানিশ তারকা। শুধুমাত্র রক্ষণভাগ নয়, দলের প্রয়োজনে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে বছর বত্রিশের এই ফুটবলারের। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। তাঁর এমন পারফরম্যান্সের দরুন বহু কঠিন পরিস্থিতিতে থেকে সহজেই ম্যাচ নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে মোহনবাগান। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে।

   

প্রথমদিকে দলের আশানুরূপ পারফরম্যান্স না থাকলেও সময় এগোনোর সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে সবুজ-মেরুন। যারফলে অনায়াসেই প্রতিপক্ষ দল গুলিকে পিছনে ফেলে দিতে সক্ষম হয় কলকাতা ময়দানের এই প্রধান। তাই গতবারের মতো এবারও শিল্ড জয়ের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। গত ২৩ শে ফেব্রুয়ারি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করে লিগ শিল্ড জয় করে ফেলেছিল জোসে মোলিনার ছেলেরা। সেই অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার এই খেতাব জয়ের রেকর্ড গড়ে মোহনবাগান।

এছাড়াও আইএসএলের সর্বাধিক পয়েন্ট সংগ্রহকারী হিসেবে ও রয়েছে তাঁদের নাম। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। ওডিশা ম্যাচে এই খেতাব নিশ্চিত করে ফেললে ও বাকি ছিল দুইটি ম্যাচ। স্বাভাবিকভাবেই শিল্ড হাতে পাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও অপেক্ষা করতে হত ময়দানের এই প্রধানকে। হিসাব অনুযায়ী বাকি দুটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেগুলিকে হালকাভাবে নিতে নারাজ ছিলেন বাগান কোচ। সেইমতো অনুশীলন করিয়ে ছিলেন গোটা দলকে। যেমন পরিকল্পনা তেমন পারফরম্যান্স। শেষ দুইটি ম্যাচে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার বিপক্ষে অপরাজিত থেকেই শিল্ড জয়ের সেলিব্রেশনে মাতেন বাগান ফুটবলাররা‌।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Alberto Rodríguez (@albertorguezmartin)

দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে যথেষ্ট খুশি বাগান ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। গত রবিবার নিজের সোশ্যাল সাইটে সবুজ-মেরুন জার্সিতে শিল্ডের সঙ্গে বেশকিছু ছবি আপলোড করে তিনি লেখেন, ” আমাদের কঠোর পরিশ্রমের ফলাফল। এক অবিস্মরণীয় মুহূর্ত। খেলোয়াড় হিসেবে এমন মুহূর্তের সাক্ষী হতে পারা সত্যিই অনবদ্য বিষয়।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন