HomeSports Newsকবে শহরে আসছেন আলবার্তো রদ্রিগেজ? জানুন

কবে শহরে আসছেন আলবার্তো রদ্রিগেজ? জানুন

- Advertisement -

 

দিন কয়েক আগে থেকেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। নয়া কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে বর্তমানে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা। আসন্ন আইএসএল মরসুমের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য মেরিনার্সদের। সেজন্য বেশকিছু বদল এসেছে দলের অন্দরে।

   

পরিবর্ত হিসেবে দলে এসেছেন একাধিক হাইপ্রোফাইল তারকা। যাদের অধিকাংশই এসে গিয়েছেন শহরে। দলের দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে টম অলড্রেড অনেক আগে শহরে এসে গেলেও ভিসা সহ আরো একাধিক সমস্যা দেখা দিয়েছিল আলবার্তো রদ্রিগেজের (Alberto Rodriguez)। স্বাভাবিকভাবেই তাঁর ভারতে আসা নিয়ে দেখা দিয়েছিল জল্পনা। তবে বর্তমানে মিটে গিয়েছে সব সমস্যা।

সব ঠিকঠাক থাকলে আগামী রবিবারের মধ্যেই শহরে চলে আসবেন এই স্প্যানিশ ডিফেন্ডার। যা নিঃসন্দেহে খুশি করবে বাগান সমর্থকদের। উল্লেখ্য, গত সিজনে লিগ ওয়ানের ক্লাব পার্সিব বান্দুংয়ের সঙ্গে যুক্ত ছিলেন রদ্রিগেজ।

সেই দলের জার্সিতে খেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত এই ক্লাব তাকে রাখতে আগ্রহী হলেও ট্রান্সফার ফি দিয়ে বছর তিরিশের এই ডিফেন্ডারকে দলে টানে মোহনবাগান। ভারতের মাটিতে আদৌ কতটা কার্যকরী হয়ে উঠতে পারেন এই ডিফেন্ডার, এখন সেটাই দেখার।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular