রবার্ট লেওয়ান্ডস্কির পোল্যান্ডকে হারিয়ে দিল আর্মান্ডো সাদিকুর আলবেনিয়া

অঘটন। বিশ্ব ফুটবলে অঘটন। সোমবার আলবেনিয়ার বিরুদ্ধে পরাজিত পোল্যান্ড। রবার্ট লেওয়ান্ডস্কি পুরো সময় মাঠে থাকলেও গোলের দেখা পায়নি পোল্যান্ড। ২-০ গোলে উয়েফা ইউরো কোয়ালিফায়ারের (UEFA Euro Qualifier) ম্যাচ জিতল আলবেনিয়া।

Albania Poland UEFA Euro Qualifier

অঘটন। বিশ্ব ফুটবলে অঘটন। সোমবার আলবেনিয়ার বিরুদ্ধে পরাজিত পোল্যান্ড। রবার্ট লেওয়ান্ডস্কি পুরো সময় মাঠে থাকলেও গোলের দেখা পায়নি পোল্যান্ড। ২-০ গোলে উয়েফা ইউরো কোয়ালিফায়ারের (UEFA Euro Qualifier) ম্যাচ জিতল আলবেনিয়া।

ভারতীয় ফুটবলের সঙ্গে এখন যুক্ত হয়েছে আলবেনিয়ার নাম। সৌজন্যে আর্মান্ডো সাদিকু। এ বছরের ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। জাতীয় দলে দীর্ঘ দিন ধরে খেলেছেন সাদিকু। আলবেনিয়ার হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে করেছেন গোল। ইন্ডিয়ান সুপার লীগে খেলা হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম আর্মান্ডো সাদিকু। পোল্যান্ডের বিরুদ্ধে হওয়া এই ম্যাচের আগে জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছিলেন তিনি।

   

আলবেনিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির পোল্যান্ডের পরাজয় বিস্ময়ের চেয়ে কম কিছু নয়। খেলায় আধিপত্য না রেখেও স্রেফ গোল করার সুযোগ কাজে লাগিয়ে জিতেছে আর্মান্ডো সাদিকুর দেশ। যদিও এই ম্যাচে তিনি খেলেননি। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মধ্যেও তার নাম ছিল না।

ম্যাচের দুই অর্ধে একটি করে গোল দিয়েছে আলবেনিয়া। জে আসানি এবং এম ডাকুর করা গোল জিতেছে দল। কিক অফ্ হওয়ার পর থেকে ম্যাচের রাশ ছিল পোল্যান্ডের কাছে। বল দখল করা থেকে পাসিং, আক্রমণ গড়া সব ক্ষেত্রে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে পোল্যান্ড। জবাবে সুযোগ বুঝে আক্রমণে যাওয়ার পথ অবলম্বন করেছিল আলবেনিয়া। এদিনের ম্যাচে নিষ্প্রভ ছিলেন রবার্ট লেওয়ান্ডস্কি। ফলে আক্রমণ গঠন করলেও পোল্যান্ডের নামে আর গোল আসেনি। আলবেনিয়া সীমিত সংখ্যক আক্রমণ গড়ে সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছিল। যার ফলাফল স্কোরলাইন স্পষ্ট।