গত ইন্ডিয়ান সুপার লিগে হতশ্রী পারফরম্যান্স থেকেছে হায়দরাবাদ এফসির। ভারতীয় কোচ থাংবোই সিংটোর তত্ত্বাবধানে সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের দরুন খেলোয়াড়দের নিয়ে সেভাবে প্রি-সিজন করতে পারেননি কোচ। স্বাভাবিকভাবেই ফুটবলারদের মধ্যে বোঝাপড়া তৈরি হতে লেগে গিয়েছিল অনেকটা সময়। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে যে প্রভাব আসবে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। তবে সেইসব ভুলে নিজেদের সেরাটা দিতে তৎপর ছিলেন দলের সকল ফুটবলাররা।
Also Read | হায়দরাবাদ এফসি থেকে আব্দুল রাবীহকে ছিনিয়ে নিল গোয়া
একের পর এক ম্যাচে পরাজিত হতে হলেও কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব সহ কেরালা ব্লাস্টার্সের মতো হেভিওয়েট প্রতিপক্ষ দল গুলির আটকে দিতে সক্ষম হয়েছিল একবারের আইএসএল জয়ীরা। এমনকি প্রথম লেগে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিপক্ষে ও পিছিয়ে থেকে খেলার সমতায় ফিরেছিল হায়দরাবাদ। তবে অধিকাংশ ম্যাচ পরাজিত হওয়ার দরুণ সুপার সিক্সে যাওয়ার রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল তাঁদের। পরবর্তীতে সুপার কাপে প্রভাব ফেলার চেষ্টা থাকলেও কাজে আসেনি সেই প্রয়াস।
তবে নতুন মরসুমে নিজেদের ছন্দ ফেরাতে তৎপর আইএসএলের এই ফুটবল ক্লাব। সেজন্য, গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই নিজেদের ঘর সাজাতে সক্রিয় হতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। তবে প্রথম ডিভিশন লিগ হওয়া নিয়ে শেষ কয়েক মাস ধরে দোলাচল তৈরি হওয়ায় কিছুটা ধীরে চলো নীতি গ্ৰহণ করেছিল ফুটবল ক্লাব গুলি। কিন্তু বর্তমানে অনেকটাই ইতিবাচক পরিস্থিতি। দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনকে কেন্দ্র করে টেন্ডার ডাকার কথা ও উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফে। সেই আভাস পাওয়ার পর থেকেই আবার নিজেদের কার্যক্রম শুরু করেছে ক্লাব গুলি। স্বাভাবিকভাবেই দল বদলকে কেন্দ্র করে নয়া তথ্য ও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে।
Also Read | নতুন সিজনে নিজামের শহরে থেকেই খেলবে হায়দরাবাদ এফসি?
সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে এফসি গোয়ার তরুণ ফুটবলার অ্যালান সাজির নাম। হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত থাকলেও নয়া সিজনে তাঁকে ধরে রাখতে খুব একটা আগ্ৰহী নয় ম্যানেজমেন্ট। সেটি মাথায় রেখেই এবার তাঁকে দলে টানতে চলেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। খুব শীঘ্রই হয়তো ঘোষণা করা হতে পারে তাঁর যোগদানের বিষয়টি।