CFL 2024: হ্যাটট্রিক করলেন বাংলার ফরোয়ার্ড

নিজ রাজ্যের ফুটবলারদের তুলে নিয়ে আসার জন্য উদ্যেগ নিয়েছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। গত মরসুমে ঘরোয়া লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নিষিদ্ধ করা হয়েছিল। এবারের…

akshat shaw CFL 2024

নিজ রাজ্যের ফুটবলারদের তুলে নিয়ে আসার জন্য উদ্যেগ নিয়েছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। গত মরসুমে ঘরোয়া লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম নিষিদ্ধ করা হয়েছিল। এবারের কলকাতা ফুটবল লিগে (CFL 2024) চারজন ভুমিপুত্রকে মাঠে নামানো আবশ্যক করা হয়েছে। সিএফএল ২০২৪-এ অংশ নেওয়া সব দলকেই মেনে চলতে হচ্ছে এই নিয়ম। নজর কাড়তে শুরু করেছেন একাধিক বঙ্গতনয়।

   

Mohun Bagan: ডাফি পারেননি, সবুজ-মেরুনে ট্রফি আনতে পারবেন গ্রেগ?

তার মধ্যে অন্যতম রেলওয়ে ফুটবল ক্লাবের অক্ষত শাউ। বছর ২৪-এর এই ফুটবলার পরপর ম্যাচে গোল পেলেন। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে তিন গোল করলেন অক্ষত শাউ। এর আগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচেও করেছিলেন গোল। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচে দুই অর্ধ মিলিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই বঙ্গ সন্তান।

এদিনের ম্যাচে ৩৬ মিনিটে নিজের তথা দলের হয়ে প্রথম গোলটি করেন অক্ষত। পরের গোল দু’টি করেছেন যথাক্রমে ৫৬ মিনিট ও ৭৬ মিনিটে। তিনটি গোলের ক্ষেত্রেই অক্ষত তাঁর ফুটবল স্কিলকে কাজে লাগিয়েছেন। তৃতীয় গোলটি করেছেন ডান প্রান্ত থেকে বাড়িয়ে দেওয়া একটু উঁচু পাস থেকে।

বিশ্বকাপে গোল করা ফুটবলারকে সই করিয়ে চমক দিল ম্যাকলারেনের প্রাক্তন ক্লাব

দ্বিতীয় গোলের ক্ষেত্রে মাঝ মাঠ থেকে বল পেয়ে রেখেছিলেন নিজের নিয়ন্ত্রণে। তারপর বেশ কিছুটা দৌড়ে পরাস্ত করেন টালিগঞ্জের ডিফেন্ডার ও গোলকিপারকে। প্রথম গোলের ক্ষেত্রে লুজ বল পেয়ে গিয়েছিল রেলওয়ে ফুটবল ক্লাব। সেখান থেকে গোল করতে ভুল করেননি অক্ষত।