মোহনবাগানের বদলে এই আইএসএল জয়ী ক্লাবে যেতে বেশি আগ্রহী আকাশ মিশ্রা

কিছুদিন আগেই শেষ হয়েছে ভারতীয় ফুটবল মরশুম। তবে আগামী মরশুমের কথা ভেবে এখন থেকেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএল থেকে শুরু করে আই লিগের প্রতিটি দল। সেইমতো একের পর এক লোভনীয় প্রস্তাব নিয়ে তারকা ফুটবলারদের কাছে হাজির হতে শুরু করেছে ক্লাব গুলি।

Indian left-back Akash Mishra playing football

কিছুদিন আগেই শেষ হয়েছে ভারতীয় ফুটবল মরশুম। তবে আগামী মরশুমের কথা ভেবে এখন থেকেই নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএল থেকে শুরু করে আই লিগের প্রতিটি দল। সেইমতো একের পর এক লোভনীয় প্রস্তাব নিয়ে তারকা ফুটবলারদের কাছে হাজির হতে শুরু করেছে ক্লাব গুলি।

পিছিয়ে নেই কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গত মাসের শেষের দিকেই কার্লোস কুয়াদ্রাত কে দলের দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে আনোয়ার আলি থেকে শুরু করে একাধিক ফুটবলারদের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলে মোহনবাগান।

তবে এবার উঠে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য নাকি সবুজ-মেরুন শিবিরে আসতে খুব একটা আগ্ৰহ নেই হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার আকাশ মিশ্রার। অথচ একটা সময় এই তারকা ফুটবলার কে দলে টানার জন্য প্রায় ১৫ কোটি টাকা খরচ করতে রাজি ছিল সঞ্জীব গোয়েঙ্কার দল। তবে কলকাতায় আসার বদলে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসিতে যেতে নাকি বেশি আগ্ৰহী তিনি।

যা শুনে অবাক হওয়াই স্বাভাবিক। তাহলে কি মুম্বাই সিটি এফসিতে সই করবেন এই ভারতীয় তরুন? তা এখনো পরিষ্কার হয়নি। তবে আকাশ কে ছিনিয়ে নিতে বেশ বড় অঙ্কের অর্থ যে বরাদ্দ করা হয়েছে মুম্বাইয়ের তরফ থেকে তা বোঝাই যায়। তবে শেষ পর্যন্ত কোথায় সই করেন এই তারকা ফুটবলার, এখন সেটাই দেখার।