৩ সপ্তাহ শয্যাশায়ী, টিম ইন্ডিয়ায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে আকাশ

দীর্ঘ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন আকাশ দীপ (Akash Deep)। শারীরিক অসুস্থতার কারণে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। দলীপ ট্রফির (Duleep Trophy) মাধ্যমে আবার নিজেকে প্রমাণ…

Akash Deep

দীর্ঘ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন আকাশ দীপ (Akash Deep)। শারীরিক অসুস্থতার কারণে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। দলীপ ট্রফির (Duleep Trophy) মাধ্যমে আবার নিজেকে প্রমাণ করতে মরিয়া আকাশ দীপ। ভারতের হয়ে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছেন। আগামী দিনে দেশের হয়ে আরও ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য।

জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরে ধাক্কা, হুইলচেয়ারে বসেই পদক জিতলেন ধরমবীর

   

দলীপ ট্রফির টিম ‘এ’ দলের অংশ আকাশ। টিম ‘বি’-এর বিরুদ্ধে শুরু হওয়া ম্যাচে খেলছেন। তার আগে প্রকাশ্যে এসেছে উদীয়মান এই পেস বোলারের একটি সাক্ষাৎকার। ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার পর সাময়িকভাবে প্রচারের আলোকের বাইরে চলে গিয়েছিলেন। এরপর দলীপ ট্রফিতে নিজের ছাপ রাখার চেষ্টা। টেস্ট ক্রিকেট ও দলীপ ট্রফির মাঝের কিছুটা সময় আকাশের জন্য বেশ কঠিন ছিল।

ESPNcricinfo-কে দেওয়া এক সাক্ষাৎকারে আকাশ দীপ জানিয়েছেন, ‘জুন মাসে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের খেলার পর থেকে আমি কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারিনি। অসুস্থ হয়ে পড়ায় তিন সপ্তাহ পুরোপুরি শয্যাশায়ী ছিলাম। সুস্থ হয়ে যখন মাঠে নামলাম তখন বুঝতে পারলাম নিজেকে আরও কিছুটা সময় দেওয়া দরকার।’

এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে ভারতের হয়ে ডেবিউ ক্যাপ পেয়েছিলেন আকাশ। আগামী দিনে বাংলাদেশের বিরুদ্ধে খেলযে ভারত। এই সিরিজে সুযোগ পাওয়ার জন্য অনেক তারকা চেষ্টা করবেন। আকাশকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এখন সেরা উপায় ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা। দলীপ ট্রফিতে ভাল কিছু করে দেখাতে পারলে আকাশের সামনে ফের খুলে যেতে পারে জাতীয় শিবিরে প্রবেশ করার দরজা।

India B vs India A: লাল বলের ক্রিকেটে ফিরলেন পন্থ

ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেললেও আকাশ বলেছেন, ‘যেখানে সুযোগ পেয়েছি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এটাও বিশ্বাস করি যে আমি এখওন পর্যন্ত খুব বেশি কিছু অর্জন করতে পারিনি। শেখার কোনো বয়স নেই। যেদিন মনে হবে সব পেয়েছি, সেদিন আমার শেখার খিদে আর থাকবে না।’