দু-পায়ে ACL চোট, ফুটবল মাঠ থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কায় আকাশ

   ফুটবল মাঠে কতই-না সংগ্রামের গল্প। কেউ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে উঠে এসেছেন, কেউ পারেননি। অনেকের পক্ষেই হয়তো প্রতিকূলতাকে জয় করা সম্ভব হয় না। আকাশ…

Akash Das CFL ACL Injury
  

ফুটবল মাঠে কতই-না সংগ্রামের গল্প। কেউ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে উঠে এসেছেন, কেউ পারেননি। অনেকের পক্ষেই হয়তো প্রতিকূলতাকে জয় করা সম্ভব হয় না। আকাশ দাসের দু-পায়ে ACL ইনজুরি। কবে মাঠে নামতে পারবেন সেটা অনিশ্চিত। বাড়ির আর্থিক পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। এই পরিস্থিতিতে কী করবেন, কার্যত দিশেহারা আকাশ।

ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে বড় হয়েছেন আগরপাড়ার আকাশ দাস। কেরিয়ারের উত্থানও হচ্ছিল। এমন সময় বাধ সাধল চোট। এসিএল ইনজুরি। তা-ও আবার একটা পায়ে নয়, দু’টো পায়েই! একটা পায়ে সার্জারি করিয়েছেন। অস্ত্রপচার করাতে হবে আরও একটা পায়ে। পরপর চিকিৎসার খরচ আদৌ জোগাড় করা সম্ভব হবে কি না আকাশের কাছে তার উত্তর নেই। অচিরেই না থিম যায় সম্ভাবনাময় এক ফুটবলারের উত্থান, থামছে না আশঙ্কা।

   

Football: বাবা প্রয়াত, মা ভর্তি হাসপাতালে, অনিশ্চিত উঠতি ফুটবলারের ভবিষ্যৎ

আকাশ দাস জানিয়েছেন, “গত বছরের কলকাতা ফুটবল লিগে খিদিরপুরে ছিলাম। তারপর আই লিগের ক্লাব নেরোকাতে সুযোগ পেয়ে গিয়েছিলাম।”

আই লিগ খেলা প্রত্যেক ফুটবলারের স্বপ্ন। আই লিগের ক্লাব থেকে অফার পেয়ে আকাশ স্বভাবতই খুশি হয়েছিলেন। উৎসাহের সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন ক্লাবে। কিন্তু কথায় রয়েছে ‘বিধির বিধান খণ্ডাবে কে?’ চোট পেলেন আকাশ। একটা পায়ের ইনজুরি থেকে রিকোভার হতে না হতেই জানতে পরলেন চোট রয়েছে অন্য পায়েও- এসিএল ইনজুরি।

Mohun Bagan: বড় সই সংবাদ দিল মোহনবাগান

আকাশের বাবা হকারি করেন। পরপর অস্ত্রপচার করার মতো সামর্থ নেই বলে জানিয়েছেন আকাশ। চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে বান্ধবীর নেকলেস। পাশে দাঁড়িয়েছেন কলকাতা ময়দানের পরিচিত ফুটবল প্রিয়ন্ত সিং। কিন্তু এভাবে আর কতদিন? প্রশ্ন আকাশের।