মোদীকে দই-চিনি খাইয়ে ‘প্রধানমন্ত্রী’ করলেন রাষ্ট্রপতি

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সন্ধে ৭:১৫ মিনিট নাগাদ দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। যদিও তার আগেই মোদীকে দই খাইয়ে ‘প্রধানমন্ত্রী’ করলেন…

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সন্ধে ৭:১৫ মিনিট নাগাদ দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। যদিও তার আগেই মোদীকে দই খাইয়ে ‘প্রধানমন্ত্রী’ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের তরফে এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ‘সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিযুক্ত করলেন। রাষ্ট্রপতি শ্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রি পরিষদের সদস্য নিযুক্ত হইবার জন্য অন্যান্য ব্যক্তির নাম সম্পর্কে যাতে পরামর্শ দেন এবং রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের তারিখ এবং সময় জানান।’

   

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এরই মধ্যে মোদীকে দই ও চিনি খাওয়ান দ্রৌপদী মুর্মু। এর ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে একে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে শুরু করেছেন, আবার কেউ বলছেন – ‘রাষ্ট্রপতি ভবন থেকে এই প্রথম এমন ছবি বেরিয়েছে।’

এনডিএ সাংসদদের সমর্থনের চিঠি তুলে দেন রাষ্ট্রপতির হাতে। এরপরই তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান দ্রৌপদী মুর্মু। আগামী ৯ জুন অর্থাৎ রবিবার সন্ধে ৬টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। মোদীকে কেন্দ্রে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন দ্রৌপদী মুর্মু।