রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাট করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এমআই-এর এই জয়ের (IPL 2024) পর ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে এমআইয়ের সামনে ১৯৭ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেট এবং ২৭ বল বাকি থাকতেই এই বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল। নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে আকাশ চোপড়া মুম্বাই ইন্ডিয়ান্সের রান তাড়া সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ঈশান কিশান (Ishan Kishan) রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দলের জন্য শুরুটা খুব ভালো করেছিলেন।
Mumbai Indians: মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত হলেন তিন ফরম্যাটে ১০০ করা তারকা
‘দ্রুত গতিতে রান করা শুরু করেছিলেন ঈশান কিষাণ। ঈশান যখন ২০ ছুঁয়েছিলেন তখন রোহিত নিজের রানের খাতাও খোলেননি। মাঠের চারপাশে চার ও ছক্কা হাঁকিয়েছেন ইশান। খুব, খুব সুন্দর এবং আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছিলেন। এখনও পর্যন্ত তিনটি ইনিংস খেলেছেন ঈশান কিষাণ। প্রতিবারই মনে হচ্ছিল বড় ইনিংস খেলার জন্য তিনি প্রস্তুত’, বলেছেন আকাশ চোপড়া।
‘তবে আমার মনে হয় না মুম্বইয়ের পক্ষ বড় ইনিংস খেলা খুব একটা অসুবিধার হবে। কারণ, এই দলে অনেক গভীরতা রয়েছে এবং ধ্বংসাত্মক ব্যাটিং করার মতো একাধিক ব্যাটার রয়েছেন। এই দলে কেউই হয়তো সেঞ্চুরি করার স্বপ্ন দেখেন না। তাঁরা আসলে টি২০ ক্রিকেট উপযোগী ব্যাট করতে চাইছেন এবং প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে মারকাটারি মেজাজে রান তুলতে চাইছেন।’
IPL 2024: আইপিএল-এ অভিষেক হল ৩৩৮.৮৮ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের
এই ম্যাচে কিষাণ মাত্র ৩৪ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেছেন। ২৪ বলে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন রোহিত। একই সঙ্গে সূর্যকুমার যাদব বিস্ফোরক ব্যাটিং করেছিলেন। এই ম্যাচে ১৯ বলে ৫২ রান করেছেন তিনি।


