World Cup: রোহিতদের সাথে বৈঠকে বসার ইঙ্গিত আগারকারের

Ajit Agarkar

আর ১০০ দিনও বাকি নেই একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের (World Cup)। এর আগেই বিশ্বকাপে ভারতের গতিবিধি নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে শলাপরামর্শ করতে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়ার জন্য তৈরী হচ্ছেন সদ্য নিযুক্ত প্রধান নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar)।

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক পিটিআইকে বলেন, “বর্তমানে সলিল আনকোলা ওয়েস্ট ইন্ডিজে আছেন তবে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর তিনি ফিরে আসবেন। সাদা বলের টুর্নামেন্ট শুরুর আগে অজিত দলে যোগ দেবেন।”

   

বলা বাহুল্য, নির্বাচক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে দলের ম্যানেজমেন্টের সাথে ব্যক্তিগত ভাবে দেখা করার সেরকম কোনো সুযোগ পাননি আগারকার। তবে এবার ৫০ ওভারে বিশ্বকাপে ভারতের কৌশল কী হবে, তার একটি বিস্তৃত পরিকল্পনা করার সুযোগ হবে।

যশপ্রীত বুমরার সুস্থতা এবং আয়ারল্যান্ড সিরিজে তাঁর অনিশ্চিত উপস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হওয়ার আভাসও পাওয়া যাচ্ছে। অতএব বোঝাই যাচ্ছে, যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিকেল ইউনিট এখনও আরটিপি (রিটার্ন টু প্লে) শংসাপত্র জারি করেনি বুমরার সুস্থতার ওপর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন